আমাদের কথা খুঁজে নিন

   

অহিংস প্রতিবাদের সাড়ে ষোল ডজন বিকল্প

১৯৭৩ সালে ড. জেন শার্প, ”দি পলিটিকস অব নন-ভায়োলেন্ট একশন” নামে অহিংস কর্মসূচীর ১৯৮ টি পদ্ধতি বাতলে দিয়েছিলেন। ছয়টি থিমে বিভক্ত এই ১৯৮ টি কর্মসূচীর তালিকা তুলে ধরা হলো। অহিংস প্রতিবাদ এবং প্রেষণা পদ্ধতি আনুষ্ঠানিক বিবৃতি ১. জন বক্তৃতা ২. পক্ষে-বিপক্ষে চিঠি ৩. সংগঠন, প্রতিষ্ঠানের পক্ষে ঘোষণাপত্র ৪. স্বাক্ষরিত জন বিবৃতি ৫. অভিযুক্ত হওয়ার আগ্রহ ও ঘোষণা (স্বেচ্ছা কারাবরণ) ৬. দলীয় বা জন দরখাস্ত অধিক সংখ্যকের কাছে বার্তা পৌছানোর জন্য যোগাযোগ ৭. শ্লোগান, ব্যঙ্গচিত্র, প্রতীক ৮. ব্যানার, পোস্টার, দৃশ্যমান প্রচারপত্র ৯. লিফলেট, প্যাম্পলেট, বই ১০. সংবাদপত্র ও জার্নাল ১১. রেকর্ড, রেডিও ও টেলিভিশন ১২. দেয়াল লিখন দলীয় প্রতিনিধিত্ব ১৩. ডেপুটেশন ১৪. সাজানো পুরষ্কার ১৫. দলীয় লবিং ১৬. পিকেটিং ১৭. মেকি নির্বাচন প্রতীকি জন কর্মকান্ড ১৮. পতাকা প্রর্দশন এবং প্রতীকি রং ১৯. প্রতীক ধারণ ২০. প্রার্থনা ২১. প্রতীকি বস্তু সরবরাহ ২২. নগ্ন না হয়ে প্রকাশ্যে বস্ত্র উন্মোচন ২৩. নিজস্ব সম্মতি ভাংচুর ২৪. প্রতীকি আলো জ্বালানো ২৫. প্রতিবাদী চিত্র অংকন ২৬. নতুন প্রতীক ও নাম ২৭. প্রতিকৃতি প্রর্দশন ২৮. প্রতীকি শব্দ ২৯. প্রতীকি পুনরুদ্ধার ৩০. অসভ্য ভঙ্গি ব্যক্তির উপর চাপ প্রয়োগ ৩১. কর্মকর্তাদের তাড়িয়ে বেড়ানো/ জ্বালাতন ৩২. কর্মকর্তাদের প্রতি বিদ্রুপাতœক মন্তব্য ৩৩. নিজস্ব বলয়ের বাইরে কাউকে বন্ধু বানানো ৩৪. তীক্ষè নজরদারী সঙ্গীত ও নাটক ৩৫. পরিহাসমুলক নাটিকা ৩৬. গান, নাটক পরিবেশনা ৩৭. সমবেত সঙ্গীত শোভাযাত্রা ৩৮. সু-শৃংখল মার্চ ৩৯. প্যারেড ৪০. ধর্মীয় শোভাযাত্রা ৪১. তীর্থস্থান দর্শন ৪২. গাড়ীর শোভাযাত্রা মৃতকে সম্মান ৪৩. রাজনৈাতিক শোক প্রকাশ ৪৪. মেকি শবযাত্রা ৪৫. শেষকৃত্যের প্রদর্শনী ৪৬. কবর জিয়ারত জনসমাবেশ ৪৭. প্রতিবাদ জনসভা ৪৮. প্রতিবাদ আলোচনা ৪৯. ছদ্ম প্রতিবাদসভা ৫০. Teach-ins প্রত্যাহার ও প্রত্যাখান ৫১. ওয়াক আউট ৫২. নীরবতা ৫৩. সম্মান প্রত্যাখান ৫৪. পৃষ্ঠ প্রদর্শন সামাজিক অসহযোগিতার পদ্ধতি ব্যক্তিকে একঘরে করা ৫৫. সামাজিক বয়কট ৫৬. বাছাইকৃত সামাজিক বয়কট ৫৭. Lysistratic nonaction ৫৮. সমাজচ্যুত করণ ৫৯. নিষিদ্ধ করণ সামাজিক ঘটনা, রীতি নীতি এবং প্রতিষ্ঠানিক অসহযোগিতা ৬০. সামাজিক কর্মকান্ড ও খেলাধুলা স্থগিতকরণ ৬১. সামাজিক বিষয় বয়কট ৬২. ছাত্র ধর্মঘট ৬৩. সামাজিক অবাধ্যতা ৬৪. সামাজিক প্রতিষ্ঠান থেকে প্রত্যাহার সামাজিক পদ্ধতি থেকে প্রত্যাহার ৬৫. বাড়িতে অবস্থান ৬৬. সামগ্রিকভাবে ব্যক্তিগত অসহযোগিতা ৬৭. শ্রমিকদের পলায়ন ৬৮. পুন্যস্থান ৬৯. সমষ্টিগত অর্ন্তধান ৭০. প্রতিবাদ স্বরূপ বর্হিগমন (হিজরত) অর্থনৈতিক অসহযোগিতার পদ্ধতিঃ (১) অর্থনৈতিক বয়কট ভোক্তা কর্তৃক কর্মকান্ড ৭১. ভোক্তাদের বয়কট ৭২. বয়কটকৃত দ্রব্যাদি ভোগ বা গ্রহণ না করা ৭৩. কৃচ্ছতার নীতি ৭৪. ভাড়া প্রত্যাহার ৭৫. ভাড়া দিতে অসম্মতি ৭৬. জাতীয় ভোক্তাগণের বয়কট ৭৭. আর্ন্তজাতিক ভোক্তাগণের বয়কট শ্রমিক ও উৎপাদনকারীদের দ্বারা গৃহীত কর্মকান্ড ৭৮. কর্মিদের বয়কট ৭৯. উৎপাদনকারীদের বয়কট মধ্যস্থতাকারীদের দ্বারা গৃহীত কর্মকান্ড ৮০. সরবরাহকারী ও পরিচালনাকারীদের বয়কট মালিক ও ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত কর্মকান্ড ৮১. ব্যবসায়ীদের বয়কট ৮২. সম্পত্তি ভাড়া বা বিক্রি করতে অসম্মতি ৮৩. তালাবদ্ধ করা ৮৪. শিল্প সহযোগিতা প্রদানে অস্বীকৃতি ৮৫. ব্যবসায়ীদের সাধারণ ”ধর্মঘট” অর্থনৈতিক সম্পদ অধিকারী কর্তৃক গৃহীত কর্মকান্ড ৮৬. ব্যাংক জামানত প্রত্যাহার ৮৭. ফি, বকেয়া ও মুল্যায়ন ফি দিতে অস্বীকৃতি ৮৮. ঋন বা সুদ প্রদানে অস্বীকৃতি ৮৯. তহবিল এবং ঋন পৃথকিকরণ ৯০. রাজস্ব প্রদানে অস্বীকৃতি ৯১. সরকারের অর্থপ্রদানে অস্বীকৃতি সরকার কর্তৃক গৃহীত কর্মকান্ড ৯২. অভ্যন্তরীন নিষেধাজ্ঞা ৯৩. ব্যবসায়ীদের কালো তালিকাভুক্তকরণ ৯৪. আর্ন্তজাতিক বিক্রেতাদের নিষেধাজ্ঞা ৯৫. আর্ন্তজাতিক ক্রেতাদের নিষেধাজ্ঞা ৯৬. আর্ন্তজাতিক বাণিজ্য নিষেধাজ্ঞা অর্থনৈতিক অসহযোগিতার পদ্ধতিঃ (২) ধর্মঘট প্রতীকি ধর্মঘট ৯৭. প্রতিবাদী ধর্মঘট ৯৮. অতিদ্রুত ওয়াক-আউট কৃষি ধর্মঘট ৯৯. কৃষকদের ধর্মঘট ১০০. খামার শ্রমিকদের ধর্মঘট বিশেষ শ্রেনীর ধর্মঘট ১০১. জোরপূর্বক শ্রম প্রদানে অস্বীকৃতি ১০২. কয়েদিদের ধর্মঘট ১০৩. কারু শিল্পীদের ধর্মঘট ১০৪. পেশাজীবিদের ধর্মঘট সাধারণ শিল্প ধর্মঘট ১০৫. স্থাপনা ধর্মঘট ১০৬. প্রাতিষ্ঠানিক ধর্মঘট ১০৭. সহানুভুতি প্রর্দশনপূুর্বক ধর্মঘট সীমাবদ্ধ ধর্মঘট ১০৮. বিস্তারিত ধর্মঘট ১০৯. ব্যাপক ধর্মঘট ১১০. মন্দার ধর্মঘট ১১১. নিয়ম রক্ষার ধর্মঘট ১১২. অসুস্থ হিসেবে জানানো ১১৩. ই¯তফা প্রদানের মাধ্যমে ধর্মঘট ১১৪. সীমিত ধর্মঘট ১১৫. বাছাইকৃত ধর্মঘট বহু-শিল্প ধর্মঘট ১১৬. সাধারণীকৃত ধর্মঘট ১১৭. সাধারণ ধর্মঘট অর্থনৈতিক কর্মকান্ড বন্ধ এবং ধর্মঘটের সমন্বয় ১১৮. হরতাল ১১৯. অর্থনৈতিক বন্ধকরণ রাজনৈতিক অসহযোগিতার পদ্ধতি কর্তৃত্ব প্রত্যাখান ১২০. আনুগত্য প্রত্যাহার বা অস্বীকার ১২১. সরকারি সহায়তা গ্রহণে অস্বীকৃতি ১২২. প্রতিবাদী সাহিত্য ও বক্তৃতা সরকারের সাথে নাগরীকদের অসহযোগিতা ১২৩. আইনসভা সদস্যদের বয়কট ১২৪. নির্বচন বয়কট ১২৫. সরকারি চাকুরী এবং পদ বয়কট ১২৬. সরকারি বিভাগ,প্রতিষ্ঠান এবং অন্যান্য সংস্থা বয়কট ১২৭. সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রত্যাহার ১২৮. সরকার সমর্থিত প্রতিষ্ঠান সমূহ বয়কট ১২৯. কার্যকরীকরণ প্রতিনিধীদের সাহায্য না করা ১৩০. নিজস্ব প্রতীক বা স্থান চিহ্নিতকরণ বস্তু অপসারণ ১৩১. নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে গ্রহণ করতে অস্বীকৃতি ১৩২. প্রচলিত প্রতিষ্ঠান লুপ্ত করতে অস্বীকার বিকল্প সমুহে নাগরিকদের আনুগত্য ১৩৩. অনিচ্ছুক এবং মন্থর সম্মতি ১৩৪. সরাসরি তত্বাবধানের অভাবে অবাধ্যতা ১৩৫. জনপ্রিয় অবাধ্যতা ১৩৬. ছদ্দবেশের মাধ্যমে অবাধ্যতা ১৩৭. সভা-সমাবেশ ছত্রভঙ্গ করতে অস্বীকার ১৩৮. আসন গ্রহণ/ অবস্থান গ্রহণ ১৩৯. বাধ্যতামুলক সেনাবাহিনীতে নিয়োগ ও নির্বাসনের সাথে অসহযোগিতা ১৪০. আতœগোপন, পলায়ন এবং মিথ্যা পরিচিতি ১৪১. ”অবৈধ” আইনের প্রতি নাগরিক অবাধ্যতা সরকারি ব্যক্তিবর্গ কর্তৃক গৃহীত কার্যক্রম ১৪২. সরকার সহযোগিদের সাহায্য প্রদানে ¯থান, কাল, পাত্র ভেদে অস্বীকৃতি ১৪৩. তথ্য ও নির্দেশনার পথে বাধা প্রদান ১৪৪. সীমানা এবং প্রতিবন্ধকতা ১৪৫. সাধারণ প্রশাসনিক অসহযোগিতা ১৪৬. বিচারিক অসহযোগিতা ১৪৭. ইচ্ছাকৃত অদক্ষতা এবং বাছাইকৃত প্রতিনিধিগণকে অসহযোগিতা ১৪৮. বিদ্রোহ অভ্যন্তরীন সরকারি কার্যক্রম ১৪৯. আপাত আইন পরিহার এবং বিলম্ব ১৫০. প্রয়োজনীয় সরকারি ইউনিট সমুহে অসহযোগিতা আর্ন্তজাতিক সরকারি কার্যক্রম ১৫১. কুটনৈতিক ও অন্যান্য প্রতিনিধিত্বকারীদের পরিবর্তন ১৫২. কুটনৈতিক কার্যক্রমসমুহ বিলম্ব বা বাতিল করণ ১৫৩. কুটনৈতিক স্বীকৃতি দিতে অসম্মতি ১৫৪. কুটনৈতিক সম্পর্ক ছিন্নকরণ ১৫৫. আর্ন্তজাতিক সংস্থা সমুহ থেকে প্রত্যাহার ১৫৬. আর্ন্তজাতিক সংস্থায় সদস্য হতে অস্বীকৃতি ১৫৭. আর্ন্তজাতিক সংস্থা হতে বিতাড়ন/ বহিষ্কার অহিংস পদক্ষেপের পদ্ধতি মনস্তাত্বিক পদক্ষেপ ১৫৮. উপাদানের প্রতি আতœ উন্মোচন ১৫৯. উপবাস: ক) নৈতিক চাপ স্বরূপ খ) অনশন গ) সত্যাগ্রহের উপবাস ১৬০. বিপরীত বিচার বিবেচনা ১৬১. অহিংস হয়রানি দৈহিক পদক্ষেপ ১৬২. অবস্থান প্রতিবাদ (sit-in) ১৬৩. প্রতিস্থাপন (stand-in) ১৬৪. আরোহণ (Ride in) ১৬৫. দাঁড় বাওয়া (Wade-in) ১৬৬. mill-in ১৬৭. প্রার্থনা (Pray-in) ১৬৮. অহিংস আকস্মিক আক্রমণ ১৬৯. অহিংস আকস্মিক বিমান আক্রমণ ১৭০. অহিংস অধিক্রম ১৭১. অহিংস মন্তব্য ১৭২. অহিংস প্রতিবন্ধকতা ১৭৩. অহিংস দখল সামাজিক পদক্ষেপ ১৭৪. নতুন সামাজিক কাঠামো প্রতিষ্ঠা ১৭৫. সুযোগ-সুবিধার আধিক্য ১৭৬. Stall-in ১৭৭. Speak- in ১৭৮. গেরিলা নাট্যশালা ১৭৯. বিকল্প সামাজিক প্রতিষ্ঠান ১৮০. বিকল্প যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক পদক্ষেপ ১৮১. বিপরীত ধর্মঘট ১৮২. অবস্থান ধর্মঘট ১৮৩. অহিংস ভুমি জব্দকরণ ১৮৪. অবরোধ উপেক্ষাকরণ ১৮৫. রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতারণা ১৮৬. নিবারক ক্রয় ১৮৭. সম্পদ বাজেয়াপ্তকরণ ১৮৮. ডাম্পিং ১৮৯. বিশেষ ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা ১৯০. বিকল্প বাজার ১৯১. বিকল্প পরিবহন ব্যবস্থা ১৯২. বিকল্প অর্থনৈতিক প্রতিষ্ঠান রাজনৈতিক পদক্ষেপ ১৯৩. প্রশাসনিক ব্যবস্থার আধিক্য ১৯৪. গোপন প্রতিনিধিদের পরিচয় প্রকাশ ১৯৫. স্বেচ্ছায় কারাবরণ করতে চাওয়া ১৯৬. ”নিরপেক্ষ” আইনের প্রতি নাগরিক অবাধ্যতা ১৯৭. সহযোগিতা ছাড়া কাজ করা ১৯৮. দ্বৈত সার্বভৌমত্ব এবং সমান্তরাল সরকার //

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.