আমাদের কথা খুঁজে নিন

   

ক্যানসারের কোষ নষ্ট করে দিতে পারে মাশরুম

মনের কথা ব্লগে বলে ফেলুন,নয়তো মনে কথার বদহজম হবে মাশরুমের মৃত টুপির মতো অংশটুকু ক্যানসার রোগের উপশম করতে পারে। শরীরে কোনো ধরনের ক্ষতি ছাড়াই এটি ক্যানসারের কোষ নষ্ট করে দিতে পারে। এতে সাদা বাটনের মাশরুমের মতো এ এমানিটিন নামের এক ধরনের বিষাক্ত উপাদান রয়েছে। যা রোগীর শরীরে বিদ্যমান ক্যানসার আক্রান্ত কোষগুলো নষ্ট করে দেয়। শরীরে প্রবেশ করালে এর বিষাক্ত উপাদান সঠিক জায়গায় আশ্রয় নিয়ে ক্যানসার প্রতিরোধে নিয়ন্ত্রকের ভূমিকা রাখে।

এক্ষেত্রে ক্যাপটি রক্তের ক্ষতিকর বিষাক্ত পদার্থ ধ্বংস করে দেয়। এতে ইপকেম নামক পুষ্টিকর উপাদান রয়েছে যা পক্ষাঘাতকৃত কোষগুলোর বিনাশ করে। পাশাপাশি ক্ষতিকর কোষগুলোকে বাড়তে বাধা দেয়। জার্মান ক্যানসার গবেষণা কেন্দ্র এবং ন্যাশনাল টিউমার ডিজিজ হেইডেলবার্গের এক যৌথ গবেষণায় এসব তথ্য বেরিয়ে এসেছে। অধ্যাপক ড. হেইঞ্জ ফউলস্টিক এবং ড. জারহার্ড মলডেনহায়ের এ গবেষণাটি সম্পাদন করেন।

গবেষণা শেষে তারা একমত হয়েছেন, মানবদেহের কোনো রকমের ক্ষতিসাধন ব্যতিরেকে ছত্রাক জাতীয় এ উপাদানটি কার্যকরভাবে ক্যানসার চিকিত্সায় বিপ্লব এনে দিতে পারে। The Bengali-Times ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.