আমাদের কথা খুঁজে নিন

   

ক্যানসারের কাছে হার মারলেন হুগো চ্যাভেজ।। রেজা ঘটক

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা... ঘুম থেকে উঠেই মনটা খারাপ হয়ে গেল। আমার প্রিয় কমরেড বিপ্লবী নেতা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো রাফায়েল চ্যাভেজ ফ্রাইয়াস আর নেই। দীর্ঘ প্রায় দুই বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে গতকাল ৫ মার্চ স্থানীয় সময় বিকাল ৪টা ২৫ মিনিটে কারাকাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাডুরো জাতীয় টেলিভিশনে এই দুঃসংবাদটি ঘোষণা করেন। কারাকাসে চ্যাভেজের শেষ কৃত্তানুষ্ঠান হবে... কমরেড হুগো চ্যাভেজ এর সংক্ষিপ্ত জীবনী: জন্ম: ২৮ জুলাই ১৯৫৪, মৃত্যু: ৫ মার্চ ২০১৩ প্রেসিডেন্ট: ২ ফেব্রুয়ারি ১৯৯৯ থেকে ৫ মার্চ ২০১৩ মা: ইলেনা ফ্রাইয়স দে চ্যাভেজ, বাবা: হুগো দে লোস রেয়েস চ্যাভেজ সাত ভাইবোনদের মধ্যে হুগো চ্যাভেজ দ্বিতীয় পড়াশুনা শুরু: জুলিয়ান পিনো ইলেমেন্টারি স্কুলে, সেখান থেকে ডানিয়েল ও'লিয়েরি হাইস্কুলে ১৯৭১ থেকে ১৯৭৫: মিলিটারি একাডেমি থেকে গ্রাজুয়েশান ১৯৭৬ থেকে ১৯৮১: কমুনিকেশান অফিসার হিসেবে চাকুরি শুরু এবং ওই সময় বিয়ে করেন ন্যান্সি কোলমেনারেসকে।

তাঁদের তিন সন্তান। রোসা ভার্জিনিয়া (জন্ম সেপ্টেম্বর ১৯৭৮), মারিয়া গ্যাবরিয়েলা (জন্ম মার্চ ১৯৮০) ও হুগো রাফায়েল (জন্ম অক্টোবর ১৯৮৩) ১৯৮২ থেকে ১৯৯২: বলিভিয়ান রেভ্যুলুশনারি আর্মিতে যোগদান। ১৯৯২: অপারেশান জামোরা। ১৯৯২ থেকে ১৯৯৮: ১০০ দিনে গোটা দেশ সফর। ভেনেজুয়েলার নেতা হিসেবে আর্বিভাব।

১৯৯৮: জাতীয় নির্বাচনে সালাস রোমারকে হারিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত। প্রেসিডেন্ট হিসেবে: প্রথমবার: ২ ফেব্রুয়ারি ১৯৯৯ থেকে ১০ জানুয়ারি ২০০১ দ্বিতীয়বার: ১০ জানুয়ারি ২০০১ থেকে ১০ জানুয়ারি ২০০৭ তৃতীয়বার: ১০ জানুয়ারি ২০০৭ থেকে ১০ জানুয়ারি ২০১৩ চতুর্থবার: ১০ জানুয়ারি ২০১৩ থেকে ৫ মার্চ ২০১৩ মৃত্যুর আগ পর্যন্ত... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.