আমার নতুন বিভাগটি দেখুন ডানদিকে
তোমরা জানতে চাইবে তো কোথায় সেই নীল গাছের ফুল?
............
আমি থাকতাম
মাদ্রিদের এক উপকন্ঠে , যেখানে ঘন্টা ছিলো,
ঘড়ি ছিল, গাছ ছিল!
...........
আমার বাড়িটাকে বলা হত
ফুল বাড়ি,সব জায়গায় বকফুল
ফুটে থাকত বলেঃ বাড়িটা
বড় সুন্দর,
বাড়িময় কুকুর আর বাচ্চাকাচ্চা।
রাউল, তোর মনে পড়ে?
তোর মনে পড়ে, রাফায়েল?
ফেদেরিকো, তোর মনে পড়ে
মাটির তলা থেকে,
মনে পড়ে আমার বাড়িময় সেইসব অলিন্দ
যেখানে জুন মাসের আলোয় তোর হা মুখের ফুলগুলো দুবে যেত?
ভাই ও ভাই!
................................................
একদিন সকালে কী হল, হঠাৎ সব কিছু লী লী করে জ্বলে উঠল
একদিন সকালে
টপাটপ জীবন গিলতে গিলতে
মাটি থেকে বেরিয়ে এলো দাবানল,
আর তখন থেকে আগুন,
গুলিবারুদ সেই তখন থেকে,
আর তখন থেকে রক্ত।
................
আর রাস্তায় রাস্তায় শিশুদের রক্ত
বয়ে গেলো সরলভাবে, অবিকল শিশুদের রক্তের মত।
..............................
তোমাদের সামনাসামনি আমি উঠে আসতে দেখেছি
স্পেনের রক্ত
গর্বের আর ছুরির একটি একক ঢেউয়ে
তোমাদের তলিয়ে দিতে।
জেনারেলের দল
বেঈমানের দল;
দেখ আমার মৃত বাড়ি,
দেখ স্পেন ভেঙ্গে মিসমারঃ
তবু প্রত্যেকটা মৃত বাড়ি থেকে ধেয়ে আসছে জ্বলন্ত ধাতু
ফুলের বদলে,
স্পেনের প্রত্যেকটি ফোকর থেকে
ঝাঁপিয়ে পড়েছে স্পেন.....................
এসো দেখ
রক্ত রাস্তাময়।
এসো দেখ রক্ত
রাস্তাময়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।