দ্রোহের আগুনে উঠুক জ্বলে শুকনো পাতায় শুকনো ডালে কাব্য দেখে কবি আমরা মরি ক্ষুধার জ্বালায় তোমরা আঁকো ছবি। আমার বাছা ক্ষুধায় কাতর হচ্ছে দেখ আহা তোমরা তাতে শিল্প দেখ কি ছবিটা বাহা! শিল্প কিযে জাত কিযে তার পায় কি ক্ষুধা তারো? আমরা ক্ষুধায় মরবো যত শিল্প হবে আরো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।