আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি রুগ্ন শিল্পের ১৫ হাজার কোটি টাকা খেলাপি ঋণ মাফ করে দেওয়ার প্রস্তাব করেছে। আইন মন্ত্রণালয় সংক্রান্ত এই কমিটিতে এফবিসিআইসি, বিজেএমই, ব্যাংকার্স এসোসিয়েশন ও বিভিন্ন চেম্বার নেতৃবৃন্দ এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত থেকে ঋণ মাফ করার ওকালতি করেছেন। মুখ্যত বিজেএমই কমিটিতে আনুষ্ঠানিক প্রস্তাব প্রেরণ করেন।
এই বিষয়ে অভিজ্ঞ মহল ধারণা করেন, বিজেএমই প্রস্তাবের পক্ষে থাকার কারন হচ্ছে বর্তমান সংসদে ২৯ জন সাংসদ রয়েছেন গার্মেন্ট মালিক। এছাড়াও ব্যাপক সংখ্যক (তুলনামূলক কম রাজনীতিক) শিল্পপতি, ব্যাংকের মালিক, ব্যবসায়িক ও কমিশনভোগি সাংসদ সংসদে থাকায় এমন প্রস্তাবে খুব সহজে সম্মত হতে পেরেছে। নিজেদের লাভের পাল্লা ভারি করতেই তো তারা সংসদে গেছে। জনগণ তাদের কাছে নিছক ক্ষমতায় যাবার হাতিয়ার মাত্র। আর সবশেষ অর্থমন্ত্রি তো চুড়ান্ত অনুমোদন দিবার জন্যই বসে আছেন, কারণ সবই একই যোগসূত্রে বাঁধা বৈকি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।