এক অপরিচিত অনুভব
ভালো না মন্দ জানি না।
তাতে কিছু যায়- আসেও না
তবুও দিন রাত মনে- মাথায় গাঁথা
অদ্ভুতভাবেই নিজে নিজেই বড় হয়ে ওঠা
মুখ ফিরিয়ে রই
তবু মনে হয় যেন...
ঠিক চোখের সামনে রাখা
বন্ধ চোখের অন্ধকারেও
তাকে যেন আলোর মাঝে দেখা
কি যে অদ্ভূত এক অনুভূতি!
মন বলছে- এইতো আমার কথা
সময় বলছে- এইতো আমার দাবী
কাল বলছে- আবার দেখাও তুমি!
যার সাথে মনের রঙের
স্বভাবের তালের
রিতীনিতীর ছন্দের
নতুনের অবাধ মুদ্রার
আবেগের অপরিচিত পথের
নাম না জানা হাজার সুতার সম্পর্ক
তাকেই বুঝি সৃষ্টি- তাকেই বুঝি শিল্প।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।