যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
আমি সমুদ্রে গিয়েছিলাম,দীর্ঘতম সমুদ্রে
লবণাক্ত, ফেনায়িত-উচ্ছিষ্ট ছড়িয়ে ছিল পথে।
আমি সমুদ্রে হেঁটেছিলাম, শ্রান্ততম সমুদ্রে
আত্মমগ্ন নৌকার পরিশ্রমী গলুইয়ের সাথে।
আমি সমুদ্রে ডুব দিয়েছিলাম, গভীরতম সমুদ্রে
হামপ্যাক তিমির শ্যাওলা পড়া পিঠ ধরে
আমি সমুদ্রে ভেসেছিলাম, জেলিফিশ ভরা সমুদ্রে
নি:সঙ্গ লাইফ বেল্ট হয়ে,জীবনের তুচ্ছ স্মৃতিকে নিয়ে
আমি সমুদ্রে ম'রেও গিয়েছিলাম, অনি:শেষ সমুদ্রে
দিবানিদ্রা মগ্ন হাঙ্গরের শুভ্র দাঁতের ফাঁকে ফাঁকে
আমি সমুদ্রে গিয়েছিলাম, দীর্ঘতম সুদূর সমুদ্রে \
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।