যা ভাবি যতটুকু বুঝি অথবা আমার ভাবনাগুলি বাংলা সন প্রচলন করেন মুঘল সম্রাট আকবর। এ কথা অনেকেই জানে। আকবর সিংহাসন আরোহণ করেন ইং ১৫৫৬। যদি আকবর সিংহাসনে আরোহণ করে সেই বছরেও বঙ্গাবদ প্রচলন করেন তাহনে বর্তমানে(২০১২) বাংলা সন দাড়ায় (২০১২-১৫৫৬) = ৪৫৬সন। সে হিসাবে এই বছর বংলা সন হওয়ার কথা বাংলা ৪৫৬সন। কিন্তু এই বার পালন করলাম বঙ্গাব্দ -১৪১৯, কিন্ত কেন? কি জানতে ইচ্ছে করছে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।