আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা সনের ইতিবৃত্ত

ম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন ৯৬৩ হিজরি মোতাবেক ১৫৫৬ খ্রীষ্টাব্দে। ঊনত্রিশ বছর রাজত্ত করার পর তিনি পুঞ্জিকা ও বর্ষপুঞ্জি সংস্কারের উদ্যেগ নেন। হিজরি সন ও সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের বছরকে যুক্ত করে বাংলা সন প্রবর্তিত হয়। বলা হয়ে থাকে, ফসল কাটার মৌসুমে খাজনা আদায়ের সুবিধার জন্য এ সন চালু করা হয়েছিল।

হিজরি সন হল চন্দ্রসন, চাঁদ দেখে গণনার ওপর এ সনের ভিত্তি। বাংলা সৌরসন। সৌরসনে দিনক্ষন গণনা সহজ এবং এর একটি নির্দিষ্ট ভিত্তি আছে। সম্রাট আকবরের উপদেষ্টা আমীর ফতেউল্লাহ সিরাজী বাংলা মাসের নামগুলো নক্ষত্রের নাম থেকে নিয়ে সৌর মাসের দিন মিলিয়ে বাংলা সন প্রবর্তন করেন। এ ব্যাপারে ১৫৮৫ সালের ১০ই মার্চ সম্রাটের নির্দেশনামা জারি হয়।

তবে এর কার্যকারিতা দেখানো হয় ১৫৫৬ সালের ১১ই মার্চ থেকে। কারণ ঐদিনটি ছিল সম্রাট আকবরের সিংহাসনে বসার তারিখ। ৯৬৩ হিজরিতে বাংলা সনের জন্ম। কিন্ত সৌর সালের হিসাবে ৩৬৫ দিনে বাংলা সাল আর ৩৫৫/৫৬ দিনে এক হিজরি সাল হওয়ায় বাংলা সাল ধীরে ধীরে পিছিয়ে পড়েছে। যা বর্তমান সময় পর্যন্ত প্রায় ১৪ বছর পার্থক্য হয়েছে।

এবারের পহেলা বৈশাখে বাংলা সাল ১৪১৬ কিন্ত হিজরি ১৪৩০। (তথ্যসুত্রঃ এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.