আমি ছোট বেলা থেকেই গান, কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস ইত্যাদি লিখতাম। কিন্তু এস,এস,সি পাস করার পরেও আমি আমার কোন লেখা বই/কোন গন মাধ্যমে প্রকাশ করতে পারিনি। তার পর আমি বরিশাল জেলার একটি আঞ্চলিক সাপ্তাহিক পত্রিকায় অংশ নেই সেখানে আমার প্রথম কবিতা প্রকাশ হয়।
লাল-সবুজ
মোঃ সাহাবুদ্দীন এ,এম (রিপন) হাওলাদার
লাল, সবুজের পতাকা দোলে গগণে,
মনে পরে ইতিহাস বঙ্গ বায়ু এলে;
মেশিনগানের শব্দ বুঝি বাজে কানে,
ক্ষিপ্ত হয় মন! শান্ত পতাকা দেখিলে।
উড়ে পতাকা রাশী-রাশী বঙ্গ গগণে,
শান্ত হয় হৃদ লাল,সবুজ দেখিলে।
তবু বলি নে নিকট আছি তব কোলে;
জননী অধিকারে তুমি থাক এ মনে।
আর কি হারাব তব! ধরা যত রবে?
তব গর্ভে মিষ্টি জল, স্বর্ন শস্য ক্ষেতে।
হে জননী তুমি চির বঙ্গ হয়ে রবে;
চাই তোমার রূপে-রূপ প্রিয়শী হতে।
তব নিশান শুনি চির কুমারী হবে;
মম এ প্রাণ সু-শীতল হবে শান্তিতে।
(সমাপ্ত)
(সনেট কবিতা)
সূত্রঃ- (কখ,কখ,কখ,খক) বর্নে অষ্টক
এবং
(গঙ,গঙ,গঙ) বর্নে ষষ্টক
॥ হারানো অনুলিপি ॥ বই মেলায় ২০০৮ইং প্রকাশিত ॥
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।