মানুষের অভাবে আমি অমানুষ... দেখি ঐ রক্তিম সূর্য কিভাবে আড়ালে যায় মেঘের… সূর্যের পথ ধরে পৃথিবী ডুবে নিকশ আঁধারে…। রুদ্ধ বাতায়ন পাশে মুখোশ খুলে বসি আমি, শান্তমনে ভাবি কথা মহাকালের নাট্যমঞ্চের… সূর্যের মতই শক্তিশালী নির্বাক আমার প্রতিবাদ, ডুবে যায় মিথ্যের অন্ধকারে… আজ আমি শব্দহীন, সময়ের হারান পথে হারিয়েছে শব্দ আমার… আজ আমি নিদ্রাহীন, নেশার অতল ঘোরে হারিয়েছে নিদ্রা আমার… আজ আমি গন্তব্যহীন, পৃথিবীর নাট্যমঞ্চে হারিয়েছে গন্তব্য আমার… সতের আলো হয়েও আজ আমি অন্ধকার… (Artcell এর একটি গানের ছায়ায় লেখা)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।