অন্যকে ঠকানোর ব্যাপার টা আমাদের সমাজে প্রায় এপিক পর্যায়ে চলে যাচ্ছে! এবং বিভিন্ন যায়গায় বিভিন্ন উদাহরণ দেখে আঁতকে উঠা ছাড়া কিছু করার আছে কি। আজ বাসে করে উত্তরা যাচ্ছিলাম। রামপুরা থেকে উত্তরা । বাসে উঠলাম । একটা সিটও পেয়ে গেলাম।
আমার পাশে এক আপাদমস্তক ভদ্রলোক বসা। বুঝাই যাচ্ছিল উনি রামপুরার আগের কোন স্টপেজ থেকে উঠছেন ।
এইবার ভাড়া দেয়ার পালা। আমি আমার ভাড়া বিশ টাকা দিলাম। দেখলাম পাশের ভদ্রলোকটি ভাড়া দিচ্ছেন না।
যাইহোক, বসে থাকলাম। যখন উত্তরা রাজলক্ষ্মীর সামনে নামতে যাব, দেখলাম লোকটাও নামবে । সে কিন্তু এখনো বাস ভাড়া দেই নাই। এত লোকের ভিড়ে ওই কন্ডাক্টরও ভুলে বসে আছে এই লোক কোত্থেকে এসেছে। সে ভাড়া চাইল।
লোকটা ১০০ টাকা নোট দিয়া বলল "পাঁচ টাকা রাখ" ! বাসের কনডাক্টর বেচারা তো জানে না যে লোকটা ২৫ টাকার জার্নি করে ফেলসে! লোকটা পাঁচ টাকা ভাড়া দিয়া নেমে পরল!! ২০ টাকা ঠকাইল!
আমি অবাক হয়ে ভদ্র লোকটাকে দেখছিলাম! কলেজ-ভার্সিটি পড়ুয়া একটা ছেলে এরকম টা করলে বুঝতাম। কিন্তু, এরকম পরিপাটি অফিস ড্রেস পরা একটা মধ্যবয়সী ভদ্র লোক জেনে শুনে একটা কনডাক্টরকে কে ২০ টাকা ঠকাতে পারে! পারে বইকি! অসম্ভব বলে কিছু নাই! এটা বড় কিছু না !ছোট একটা উদাহরন। কিন্তু নৈতিকতা এখন কোথায় যাচ্ছে!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।