আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয় আকাশ সংস্কৃতির সর্বগ্রাসী আগ্রাসন

ভারতীয় বাংলা টিভি চ্যানেল স্টার জলসায় একটা সিরিয়াল আছে 'মা' । সিরিয়ালটি এতই জনপ্রিয় যে যখন এটি প্রচার হয় তখন বাসার সব মহিলা দেখতে বসে যায় । এমনকি ছোট বাচ্চা ও কাজের মেয়েরাও অতি আগ্রহ নিয়ে দেখে সিরিয়ালটি । অথচ সিরিয়ালটিতে বিশেষ কিছুই নেই । শুধু ঝিলিক নামের অনাদৃত একটি মেয়ের আবেগ-অনুভূতিকে কেন্দ্র করেই সিরিয়ালটি নির্মাণ করা হয়েছে ।

সিরিয়ালটির অভিনয়শৈলীও আমাদের দেশের নাটকগুলোর ধারে কাছেও না । হিন্দি চ্যানেল সনি টিভিতে ‘সিআইডি’ নামে একটা সিরিয়াল আমাদের দেশে খুব জনপ্রিয় । কৌতুহল বশত একদিন দেখতে বসে দেখলাম, সিরিয়ালটিতে রহস্য সৃষ্টি করতে গিয়ে প্রায়ই তালগোল পাকিয়ে ফেলা হয়েছে । এর নির্মাণশৈলীও এতটা ভালো না, যেরকম নির্মাণশৈলী আমরা ইংরেজী রহস্য সিরিয়ালগুলোতে দেখি । এগুলো ছাড়াও ভারতীয় হিন্দী টিভি চ্যানেল স্টার প্লাস, স্টার উৎসব, সেট ম্যাক্স প্রভৃতি চ্যানেলগুলোতে অনেক সিরিয়াল আছে যেগুলো বাংলাদেশে জনপ্রিয় ।

এসব সিরিয়ালগুলোর বেশিরভাগেরই কাহিণী হলো গৃহবিবাদ আর পরকিয়া প্রেম । তাছাড়াও হিন্দী মুভি চ্যানেল, হিন্দী মিউজিক চ্যানেলগুলোও এদেশে সমান জনপ্রিয় । নগ্নতা, অশ্লীলতা আর নিদারুন উন্মত্ততাই যেগুলোর প্রতিপাদ্য বিষয় । এই যে আমাদের দেশের ড্রয়িং রুম মিডিয়ায় এত এত ভারতীয় চ্যানেলের জয়জয়কার, তাতে আমরা জাতি হিসেবে কী এগুচ্ছি নাকি পেছাচ্ছি ? অবশ্যই আমরা পেছাচ্ছি । বাঙালি জাতি হলো অনুকরণপ্রিয় জাতি ।

আমাদের দেশের তরুণরা হিন্দী ছবির অনুকরণে পোশাক পরে । চুলও রাখে প্রিয় নায়কদের-নায়িকাদের স্টাইলে । আমাদের দেশের বিবাহিত নারী-পুরুষরা হিন্দী সিরিয়াল দেখে জড়িয়ে পড়ে পরকীয়ায় । শান্তির সংসারে শুরু হয় গৃহদাহ । আমাদের দেশের শিশুরা হিন্দী আর ইংরেজীর মিশ্রণে আজকাল কথা বলে ।

মার্কেটগুলোতেও দেখা যায় ভারতীয় পণ্যের রমরমা ব্যাবসা । অথচ এমন তো হওয়ার কথা না । আমাদের নিজস্ব সংস্কৃতি আছে । আমাদের দেশের নাটক বিশ্বমানের, এটা ভারতের নাট্যব্যক্তিত্বরাই বলেন । আমাদের সঙ্গীতে আছে বৈচিত্রের সমাহার ।

আমাদের দেশীয় পণ্যগুলোও যথেষ্ঠ মানসম্মত । তাহলে কীসের আশায় আমরা ভারতীয় সংস্কৃতির প্রতি এত অনুরাগী ? আমরা কী ভারতীয় সংস্কৃতির দাশে পরিণত হতে চাই ? ইংরেজরা দুইশত বছর আমাদের গোলাম বানিয়ে রাখলেও তাদের সাংস্কৃতিক দাশ বানাতে পারেনি কখনোই । অথচ আমরা এখন স্বাধীন জাতি । আমাদের স্বাধীন সার্ভভৌম একটি দেশ আছে । আমাদের ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিশ্ব দরবারে সমাদৃত ।

তবু কেন আমরা অন্য দেশের সংস্কৃতির প্রতি এত অনুরাগ দেখাই ? জানি অনেকেই বলবেন সাংস্কৃতিক বিনিময়ের কথা । আমিও মানি পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বিনিময় জরুরী । কিন্তু প্রশ্ন হলো সে বিনিময়টা তো পারস্পরিক হতে হবে । আদৌ কি তা হচ্ছে ? হচ্ছেনা । কারণ আমাদের দেশে ভারতের প্রায় সব টিভি চ্যানেলই বীরদর্পে চলছে, কিন্তু ভারতে আমাদের দেশের টিভি চ্যানেল চলছে কী ? অথচ বাংলাদেশী চ্যানেল ইউরোপ-আমেরিকাসহ প্রায় প্রতিটি মহাদেশেই প্রচার হচ্ছে ।

আমাদের দেশে ভারতের শিল্পীরা ভিভিআইপির মর্যাদায় কনসার্ট করে কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা নিয়ে যায় । অথচ আমাদের শিল্পীদের ভিসা দিতে ভারতীয় দূতাবাস সবসময়ই গড়িমসি করে ! আমাদের চ্যানেল ভারতে সম্প্রচার না হওয়ার মূল কারণটা হলো, ওদের ভয় যদি আমাদের মনসম্মত পণ্যগুলোর বিজ্ঞাপন দেখে জনগন আকৃষ্ট হয়ে যায় তাহলে তো ভারতীয় পণ্যগুলো পড়বে মহাসংকটে । তাছাড়া আমাদের সংস্কৃতি আর ওদের সংস্কৃতিও ভিন্ন । ওরা চায়না ওদের জনগন আমাদের সংস্কৃতির সাথে পরিচিত হোক । এক্ষেত্রে ওদের সরকার সফল ।

কিন্তু আমাদের দেশের সরকারগুলো এর বিপক্ষে টু শব্দটিও করেনা কখনো । বর্তমান সরকারকে রাজনৈতিক প্রতিপক্ষরা বলে এই সরকার নাকি ভারতের প্রতি অনুগত । মানলাম আওয়ামীলীগ সরকার ভারতের প্রতি অনুগত । কিন্তু যারা কথায় কথায় ভারত বিরোধিতা করে, তারা কী বুকে হাত দিয়ে বলতে পারবে যে তারা আর তাদের সন্তানেরা ভারতীয় আকাশ সংস্কৃতির প্রতি আকৃষ্ট নয় ? পারবেনা । তারা এত ভারত বিরোধিতা করে কিন্তু তারা কেন বর্জন করতে পারেনা ভারতীয় সংস্কৃতি আর ভারতীয় পণ্যকে ! হায়রে আমাদের দেশপ্রেম ! হায়রে অন্ধ রাজনীতি ! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.