আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশ মামাগো বদৌলতে টিয়ার গ্যাস খেয়ে এলুম!

......আছি আরকি... ইস্কুল থেইকা পরিক্ষা দিয়া আইতেছিলাম। বাংলা বেক্রণ পরিক্ষা ছিল, আবার আমার সিটও পড়ছে একদম সারের সামনে। সারের মুখগহবরে অবস্থান করে যথাযথ ভাবগাম্ভীর্যের সহিত পরিক্ষা প্রদান করলাম (কাউরে একটা নৈর্ব্যাক্তিকও ঝিগাইতে পারি নাই! এ আপচুস হামি এখন কুতায় রাখি??? ) ) যাহা হউক চারটা বৃত্তের একটা তো ছহী হইবেই, সুতরানহ চোখ-মুখ বন্ধ করে দুম-দাম চালায়া গেলুম। পরিক্ষা শেষে অত্যন্ত খোশমেঝাজের সাথে বাহির হইয়া রিকশায় উঠিলাম। পীর সাহেবের গলি পর্যন্ত কোন গোলমালের ঘনঘটা আঁচ করতে পারি নাই।

শান্তিনগর বটতলার গলিতে ঢুকিতেই উ-লা-লা! উ-লা-লা! রবে রীতিমত স্ফূর্তি বোধ করিলাম। ব্যাপার কি? না বিম্পির সোনামণিরা পুলিশের খেদানি খায়া দৌড়ের উপর আছে। পুরা গলি তো এলোমেলো... আমরা তাহার মধ্যে দিয়েই বীর সেনানির মত অগ্রসর হলাম। আশ পাশ থেকে দুই একজন বললো, 'ভাই সামনে যাইয়েন না!' আবে হালার্পো সামনে কি বাঘ-সিংহ আছে নাকি? চালান মামা রিশকা চালায়া যান... একটু সামনে যেতেই... পুরাই শাকিব খান ভুটকি নায়িকার বিরহ বেদুনায় যেরুম কান্দন করে, আমার চুক্ষেও সেরকম কি এক অজানা কারণে পানিও চলে এল। বিরহ বেদনায় আকুল হওয়ার জন্য যথাযথ ভাবগাম্ভীর্য অবলম্বন করিব ভাবতেছি্, এমন সময় খেয়াল করলাম শুধু চোখ নয়া, নাকের নিচেও জ্বলতেছে! ওমা! মুখেও দেখি জ্বলতেছে! ওড়ে বাপড়ে!!! এ তো টিয়ার গ্যাস!!! মানে অবস্থা এরকম, চোখ বন্ধ করলেও জ্বলে, নাক জ্বলে, মুখ জ্বলে, এবং আচানক ব্যাপার শ্বাস না নিলেও গলার ভিতরেও এক রকম বিশ্রি জ্বলুনি অনুভব করলাম! টিয়ার গ্যাসের গন্ধ অনেকটা রবার পোড়া বা দূষিত ব্যাটারি থেকে নির্গত রাসায়নিক গ্যাসের মত, নাকে গেলে অসুস্থ একটা ফিলিংস হয়।

কি বিতিকিচ্ছিরি ব্যাপার!!! সোনামণিদের দৌড় প্রতিযুগিতার কারণ সম্পর্কে অবগত হইলাম। আমিও উছাইন বুলঠের গতিতে ঘন্টায় তিন হাজার মেইল গতিবেগে বাসায় প্রবেশ করিলাম। সেখানে গিয়ে গোসল-টোসল করে বন্ধুকে ফুন দিলাম। তার কাহিনী আরো ইন্টারেস্টিং! সে রাস্তায় আসিতে আসিতে তিন জায়গায় গাড়ি পুড়ানির দৃশ্য ভিডীও করেছে! সাবাশ দুস্থো! থুর মথ ধুস্থু পেইয়ে হামি দন্য! যাহা হউক, আজকেই বিম্পি আর হাম্বালিঘ যেরাম 'পৌরুষ' এর প্রদর্শনী দেখালো, শনিবার কি হবে আল্লাহই ভাল জানেন। পরিক্ষা দিতে গিয়ে শাহাদাত বরণ করতে হবে কিনা কে বলতে পারে! কিয়ার কমু, এখন লেখতে আছি, এখনও জানালা দিয়ে সুশীতল হাউয়ার ফাঁকে ফাঁকে টিয়ার গ্যাস আসিয়া মন-দিল উদাস করিয়া দিচ্ছে! শশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশাআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআলালালাআলালালালাআলালালালালালালালালালা!!!!!!!!!!!!!! শালার বিম্পি! শালার হাম্বালিঘ!!! দুই ুদনারে ধইরা বুড়িঘুঙ্গার তীরে নিয়া চুতরা পাতা দিয়া পাচ্ছা উত্তমরুপে *** করিতে পারলে দেশবাসী শান্তি পাইতো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.