নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টার থেকে ২৩ ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে পুলিশ বিভাগে চাকরি নেয়ায় তাদের গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তদন্ত টিম তাদের গ্রেফতার করে ঢাকায় নিয়ে যায়।
জানা গেছে, ঢাকা বিভাগ থেকে ২৩ যুবক মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ সদস্য হিসেবে চাকরি নেয়। গত ৫ মাস আগে তাদের প্রশিক্ষণের জন্য নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে পাঠানো হয়।
পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুক্তিযোদ্ধার কোটায় নিয়োগপ্রাপ্তদের সার্টিফিকেট যাচাইয়ে কমিটির তদন্তে তাদের দেয়া সার্টিফিকেট ভুয়া প্রমাণিত হয়। এ প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে পুলিশ। সেই মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তদন্ত টিম এসে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টার থেকে তাদের আটক করে ঢাকায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি সইবাল চৌধুরী জানান, ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে পুলিশে চাকরি নেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো যাবে বলে জানান তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।