আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশ হারুন ও বিপ্লব তেমারা কোথায়?? তেমাদের চেলাপেলা রা মার খাচ্ছে!!!!!! পুলিশ পিটিয়ে যুবলীগ কর্মীকে ছিনিয়ে নিল সহযোগীরা

পুলিশ পিটিয়ে যুবলীগ কর্মীকে ছিনিয়ে নিল সহযোগীরা বরিশালের হিজলা উপজেলায় তিন পুলিশ সদস্যকে পিটিয়ে পরোয়ানাভুক্ত আসামি এক যুবলীগ কর্মীকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। মেমানিয়া ইউনিয়ন পরিষদের দুর্গাপুর লঞ্চঘাটে বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার রাতে টেকেরহাট বাজার থেকে ভাড়ুয়া গ্রামের মোসলেম চৌকিদারের ছেলে সালাউদ্দিন চৌকিদারকে (৩৪) গ্রেফতার করে পুলিশ। এরপর হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার পথে দুর্গাপুর লঞ্চঘাটে হামলা চালায় তার সহযোগীরা। তারা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হাকিম ও দুই কনস্টেবলকে মারধর করে সালাউদ্দিনকে ছিনিয়ে নেয়।

পুলিশ জানায়, সালাউদ্দিন নারী নির্যাতন ও ঘরে অগি্নসংযোগ মামলার পরোয়ানাভুক্ত আসামি। এ ব্যাপারে পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সালাউদ্দিন ও তার সহযোগীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে। এ ঘটনায় প্রশ্রয়দানকারী ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিনসহ ১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। হিজলা থানার ওসি মো. রফিকুল হোসেন জানান, সালাউদ্দিন ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান চললেও বৃষ্টির কারণে তা বিঘি্নত হচ্ছে। সালাউদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের বহু অভিযোগ আছে বলে দাবি করেন তিনি।

সালাউদ্দিন ওয়ার্ড যুবলীগের একজন সদস্য বলে জানা যায়। এ ব্যাপারে কথা বলতে উপজেলা যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম মিলনের মোবাইল ফোনে রিং দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। ওদিকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল আলম রাজু বলেন, ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন বিএনপির পদবিধারী নেতা। লঞ্চঘাটের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতেই তাকে আসামি করা হয়েছে। এর সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন।

সুত্র: বাংলাদেশ প্রতিদিন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.