জানতে চাই জানাতে চাই আমেরিকার পরমাণু চুক্তি মানতে বাধ্য নয় উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সরকারের পক্ষ থেকে এমন হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, আমেরিকার প্রতি যে দায়বদ্ধতা উত্তর কোরিয়ার ছিল সেটি এখন আর নেই। খাদ্য সহায়তা চুক্তি বাতিলের পরপরই সব সম্পর্ক শেষ হয়ে গেছে। মঙ্গলবার জাতিসংঘে নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ব্যর্থ রকেট উেক্ষপণ নিয়ে নিন্দা জানানোর পর এক বিবৃতিতে আমেরিকার বিষয়ে তাদের মন্তব্য জানায় উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়া জাতিসংঘের সমালোচনাকে আমলে না নিয়ে জানায়, আমেরিকা নিজেই তাদের চুক্তিকে সম্মান জানাতে ব্যর্থ হয়েছে।
এদিকে জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষক দল উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম পরিদর্শনে অনাগ্রহ প্রকাশ করেছে। গত মাসে উত্তর কোরিয়া পরমাণু পর্যবেক্ষক দলকে তাদের কার্যক্রম পরিদর্শনে আমন্ত্রণ জানিয়েছিল। সে সময় তারা এ আহ্বান জানিয়েছিল আমেরিকার সঙ্গে খাদ্য সহায়তা চুক্তি বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে। উত্তর কোরিয়া সে সময় আমেরিকাকে জানিয়েছিল তাদের পারমাণবিক কার্যক্রম হবে শান্তিপূর্ণ।
কিন্তু উত্তর কোরিয়া রকেট উেক্ষপণের সিদ্ধান্ত নিলেই সব ধরনের চুক্তি বাতিল করে আমেরিকা। আমেরিকা ও অন্যান্য দেশের সন্দেহ ছিল পারমাণবিক রকেট উেক্ষপণ করবে উত্তর কোরিয়া। কিন্তু উত্তর কোরিয়ার দাবি, তাদের এ কার্যক্রম শান্তিপূর্ণ ছিল। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘আমরা নিজেরা যে কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম। এ মুহূর্তে আমরা সব ধরনের চুক্তি থেকে মুক্ত।
’ তিনি আরও বলেন, ‘বিশ্বের শান্তি বজায় রাখতে আমরা সচেষ্ট। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু দেশের জাতীয়তা ও সার্বভৌমত্ব আমাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ। উত্তর কোরিয়ার ওপর কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না। ’ সূত্র : বিবিসি।
এদিকে উত্তর কোরিয়া বলেছে, রকেট উেক্ষপণ ব্যর্থতায় আন্তর্জাতিক নিন্দার মুখেও তারা প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে প্রস্তুত। আগামীতে দেশটি তৃতীয় দফা পরমাণু পরীক্ষা চালাবে। অনেক বিশ্লেষকের ধারণা, আরও বেশি উচ্চ ক্ষমতাসম্পন্ন ইউরেনিয়াম ব্যবহার করে প্রথমবারের মতো তৃতীয় দফা পরমাণু পরীক্ষার চেষ্টা চালাবে উত্তর কোরিয়া। পরমাণু পরীক্ষা চালালে তা হবে প্লুটেনিয়াম নয়, ইউরেনিয়ামনির্ভর। উত্তর কোরিয়া বড় ধরনের পরমাণু সামর্থ্য প্রকাশে আন্তর্জাতিকভাবে প্রচারণা যেভাবে চালিয়ে আসছে সে কারণেই এমনটি তারা করবে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেন, ৭০ বছর আগে যে ধরনের বোমা ফেলা হয়েছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে, উত্তর কোরিয়া তেমন বোমা তৈরি করতে সক্ষম হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।