আমাদের কথা খুঁজে নিন

   

কমিউনিস্টদের কাছে কতিপয় প্রশ্ন

প্রশ্ন # দেড় মাস ধরে ওয়াল স্ট্রীট আন্দোলন চলছে, দুনিয়াজুড়ে , চলছে ওকুপাই আন্দোলন। এর বিরুদ্ধে কর্পোরেট বহুজাতিক বুর্জোয়াদের নানা অংশ মন্তব্য করছে-এটা শ্রেণীসংগ্রাম, কেউ বলছে লেলিনীয়, এমন কি কেউ বলছে সমাজতান্ত্রিক অক্টোবর বিপ্লবের ফর্ম। আমরা যেটা বুঝতে চাই, তাহলো সত্যিই কি এটা শ্রেণী সংগ্রাম? তাহলে কোন শ্রেণীর সাথে কোন শ্রেণীর সংগ্রাম। আন্দোলনকারীরা পুঁজির কেন্দ্রীভবনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কিন্তু পুঁজিবাদী মতাদর্শের বিরুদ্ধে কী? # যদি শ্রেণীসংগ্রাম হয়, তাহলে এই সংগ্রামে নেতৃত্বের প্রশ্নটি কীভাবে ব্যাখ্যা করবো? আর যদি ১৮৪৮ সালে কমিউনিস্ট ইশতেহারের জায়গা থেকে দেখতে চাই, তাহলে বোঝাপড়ার ধরণটা কেমন হবে? # ১৮৪৮ সালের সালের প্রেক্ষিতে ইস্তেহারের যে অধ্যায়ে তখনকার দিনের সবচেয়ে অগ্রগামী দেশের প্রেক্ষিতে যে ১০টি কর্মসূচি ছিল, সেগুলো কী সমাজতন্ত্রে উৎক্রমনকালীন নাকি সমাজতন্ত্রের কর্মসূচী? # ‘প্যারী কমিউন’ রাষ্ট্ররূপটির ব্যাখ্যার সেনাবাহিনী, পুলিশ, আমলাতন্ত্র যেভাবে বানানো হয়েছিল তার ব্যাখ্যা কি ধরণের হবে? এবং বিচারপতি নিয়োগের ব্যাপারে যে সব কথা বলা হয়েছিল সেগুলোকে কি ইউটোপীয় বলা উচিত? মজুরী ও বেতনের অনুপাত ১ঃ১ করার যৌক্তিকতা কতটা সঠিক ছিল? # তত্ত্বগতভাবে ও দ্বান্দ্বিক বস্তুবাদী নিয়ম অনুযায়ী উন্নত পুঁজিবাদী দেশে সমাজতন্ত্রের কর্তব্য উপযুক্ত, তাহলে ১৯১৭ সালে, তৎকালীন রাশিয়ার মতো অউন্নত পুঁজিবাদী দেশে সরাসরি সমাজতন্ত্রের কর্মসূচিকে কিভাবে ব্যাখ্যা করা যায়? # সেখানে তো সমস্ত ক্ষমতা সোভিয়েতের হাতে ন্যস্ত হয়েছিল। শ্রমিক সমিতি, কৃষক সমিতি, সৈনিক সমিতি-কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ক্ষমতা নিয়েছিলো বলে আমরা জানি। এ কারণে প্রশ্ন জাগে, যে ক্ষমতায় কৃষক থাকে (যত ক্ষুদ্রই হোক কৃষকতো মালিক) তা সরাসরি সমাজতান্ত্রিক বিপ্লবের সঙ্গে সঙ্গতিপরায়ন কি না? এছাড়া আমরা দেখলাম, তারা ১৯১৮ সালে শ্রমিক-কৃষক-সৈনিক প্রজাতন্ত ঘোষণা করলো আর আমরা বলছি সমাজতন্ত্র- এর ব্যাখ্যা কি হতে পারে? # সাবেক সোভিয়েতের নয়া অর্থনৈতিক কর্মসূচিকে আমরা কিভাবে ব্যাখ্যা করবো? # ১৯৩৬ সালে সোভিয়েট সংবিধানে শ্রমিক-কৃষকের সমাজতন্ত্রের ব্যাখ্যাটাই বা কেমন? সমাজতন্ত্রতো শ্রমিক শ্রেণীর ব্যাপার। # সোভিয়েত ইউনিয়নের পতন আর সমাজতন্ত্রের পতন কি সমার্থক? # সমাজতন্ত্রের জন্য নির্দিষ্ট অর্থনৈতিক, রাজনৈতিক ও রাষ্ট্ররূপের কর্মসূচিগুলো কী কী?-একদেশে সমাজতন্ত্রের তত্ত্বটা ব্যাখ্যা করুন। # সমাজতন্ত্রের লক্ষ্যে উৎক্রমনকালীন অবস্থা ও সমাজতন্ত্রের মধ্যে পার্থক্যগুলো কী কী? এবং সমাজতন্ত্র ও কমিউনিজমের পার্থক্য ও মিলগুলো কোথায়? সমাজতন্ত্র শ্রমিকশ্রেণীন একনায়কত্বের অধীন, না বহির্ভূত? সমাজতন্ত্রে শোষণ, বৈষম্য ও ‘শ্রেণীর’ অস্তিত্ব আলোচনা করুন। # আমাদের এতক্ষনের আলোচনা জায়গা থেকে ইউরোপ-আমেরিকা এবং এশিয়ার কিছু দেশে ৯৯ঃ১ এবং ওকুপাই ওয়ালস্ট্রীট আন্দোলনের ভবিষ্যৎ কোন দিকে পথ নেবে বলে আপনি মনে করেন? # বাংলাদেশের তেল-গ্যাস, খনিজ সম্দ, পানি, সমুদ্র, নদ-নদী, বিদ্যুৎ, উজানে বাঁধ, ট্রানজিট, করিডোর, এশিয়ান হাইওয়ে সম্বন্ধে নানা ধরণের মতবাদ রয়েছে কিন্তু শাসকশ্রেণী চলছে উল্টোপথে উল্টোরথে- এসব বিচেনায় নিয়ে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আশু লক্ষ্য ও করণীয় কী হওয়া উচিত? (ক) কৃষি প্রশ্নের সমাধান ও কৃষকের মধ্যে শ্রেণী বিভাজন এর ধারণ কেমন বলে মনে হয়? (খ) বাংলাদেশ রাষ্ট্রের শিল্পের চেহারা কেমন হবে অথবা কিভবে শিল্পকে সাজাতে চান? # বাংলাদেশের শ্রমিক শ্রেণী কিভাবে ক্ষমতায় যাবে বলে আপনি মনে করেন? উত্তর পাঠানোর ঠিকানা: ডাকঘর, মিটন এন্টারপ্রাইজ, কলেজগেট, লালবাগ, রংপুর। ইমেইল: , , Mobile: ০১৭২০৪৩৭৭৪৩, ০১৯১৫৭১৫১২৪, ০১১৯৫৩৯৯৫৯২৮, 01719463541, 01191133853

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.