আমাদের কথা খুঁজে নিন

   

১০টি সুন্দর জিন (gene) এর নাম

মানুষ যখন কোনকিছুর নামকরম করে তখন অনেক গুলো বিষয় মাথায় রেখে, যেমন নামের একটা সুন্দর অর্থ থাকবে, শ্রুতি মধুর হবে আবার কখনও ঐতিহাসিক কিছু চিন্তা করে রাখা হয়। এ পৃথিবীতে যতরকমের অরগানিজম আছে, তার প্রত্যেকটার চাবিকাঠি হল gene বা DNA বা RNA. মানুষের ডিএনএ নিয়ে গবেষণার চেয়ে অন্য যেকোন কিছুর DNA নিয়ে গবেষণা করা সহজ কারন অনান্য লাইফ নিয়ে খেলা করলে নীতিতে অত বাধে না! আজ কিছু মজাদার জিন নিয়ে আলোচনা করব যাদের নামকরন খুব সুন্দর ভাবে করা হয়েছে, যা শুনলে/বললে যে কারো মাথায় থাকে। জিন স্টাডির ক্ষেত্রে সবসময়ও খেয়াল রাখা হয় একটি নির্দিষ্ট জিন এ মিউটেশন (পরিবর্তন) থাকলে কি সমস্যা হয়, আর তাই অনেক সময় জিনের নাম তাদের মিউটেশন স্টাডির ফলাফল দেখে করা হয়! View this link ১। Indy (I’m not dead yet)--এই জিন এ মিউটেশন (পরিবর্তন/সমস্যা) হলে মাছির আয়ু ডাবল হয়ে যায়!! মানে, যেখানে একটি মাছি ৩০ দিন বাচে, সেখানে এই জিন এ সমস্যা থাকলে সে ৬০ দিনে বাচবে! মানুষের যদি এমন মিউটেটেড জিন পাওয়া যেত! ২। lost in space-- এই জিন এ সমস্যা হলে মাছির নিউরন এর axon এর গুলো অস্বাভাবিকভাবে অভিক্ষিপ্ত হয়ে থাকে! ৩।

Superman, clark kent-- ফুলের এই জিন এ সম্যসা হলে তার একটি অতিরিক্ত পুংস্তবক (স্ট্যামিন) হয়ে থাকে... ক্ষমতা বেড়ে যায় সুপারম্যান এর মতো(?) ৪। Cleopatra- ধারনা করা হয় মিশরের রানী ক্লিওপেট্রা আত্নহত্যা করেছিলেন asp নামক সাপের কামরে (?)। মিউটেটেড Cleopatra জিন মাছিতে asp নামক আরেকটি জিনের সাথে ইন্টার‍্যাক্ট করলে মাছি মারা যায় ৫। Sarah-- এই জিন এ সমস্যা হলে মাছি বন্ধা হয়ে যায়। নামকরন হয়েছে ইব্রাহীম (আঃ) এর স্ত্রীর নামে যিনি অনেক দিন পর্যন্ত স্টেরাইল (বন্ধা) ছিলেন (?) ৬।

ether a go go-- মাছির এই জিন এ সমস্যা থাকলে, "ইথার" দিয়ে অবশ করলেও সে মাছির পা নড়তে (নাচতে) থাকে যা Whisky a Go Go নাইট ক্লাবের নামে নামকরন করা হয়েছে। Whisky a Go Go ক্যালিফর্নিয়াতে অবস্থিত, যেখানে মদ খেয়ে সবাই লাফালাফি/নাচানাচি করে। ৭। thor--- ঠিক ধরেছেন, এটা মুভির নাম যেখানে ধারনা করা হয় thor হচ্ছে বজ্রপাত থেকে বাচানোর গড। তেমনি মাছিতে এই জিন রোগ প্রতিরোধ ক্ষমতাতে ভুমিকা রাখে! ৮।

brokenheart (bkh)-- এই জিন এ সমস্যা হলে মাছির হার্ট ডেভেলপমেন্ট হয়না ঠিক মত! ৯। ring--- মাছিতে যখন এই জিন আবিষ্কার করেছিলেন তার নাম জানতেন না বাট ইন্টেরেস্টিং হওয়ায় তার নাম দিলেন "Really Interesting New Gene"। ১০। JAK-- খুব গুরুত্বপুর্ণ একটি জিন যার মিউটেশনে ক্যান্সার হয়। যখন আবিষ্কাআর করা হয়েছিল তার নাম ঠিক না করে শুধু "Just Another KInase" দেয়া হল কারন এটি kinase প্রোটিন এর মত কাজ করে।

পরে এটির নাম রাখা হয় Janus Kinase! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।