মুঘল আমলের যে সমস্ত স্থাপত্য এখনও টিকে আছে তার মধ্যে লালবাগ কেল্লা অন্যতম এবং সব চাইতে বেশী পরিচিতও বটে। এমনকি এই স্থাপত্য ব্রিটিশ রাজত্বের সময় তৎকালীন শিল্পীদেরও যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করেছিল। লালবাগ কেল্লার ভাগ্য (এবং সেই সুবাদে আমাদেরও) যথেষ্ট সুপ্রসন্ন এই কারণে যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই স্থাপত্য সংরক্ষণের জন্য অনেক পদক্ষেপ নিয়েছে এবং প্রচুর কাজ হয়েছে। ১৪টি শতবর্ষের অধিক পুরনো ছবির মাধ্যমে আমরা সেই সময়ে একটু ঘুরে আসার চেষ্টা করব।
১।
টাইটেলঃ View of the Gate of the Lal Bagh, Dacca
শিল্পীঃ রবার্ট হোম
মাধ্যমঃ তৈলচিত্র
সময়কালঃ ১৭৯৯
‘View of the Gate of the Lal Bagh, Dacca (১৭৯৯)’ হোমের আঁকা এই অঞ্চলের ভূ-প্রকৃতি সংক্রান্ত একমাত্র তৈলচিত্র মনে করা হয়। অষ্টাদশ শতাব্দীতে একজন ব্রিটিশ চিত্রশিল্পীর হাতে আঁকা এই তৈলচিত্রটি অত্যন্ত বিরল হিসেবে বিবেচিত। এই ছবিটি লালবাগ কেল্লার সব চাইতে পুরনো তো বটেই, এমনকি বাংলাদেশের যে কোন স্থানের সব চাইতে আগের ছবি বলেই মনে হয়।
২। টাইটেলঃ Ruined Gateway
শিল্পীঃ নাম জানা যায়নি
মাধ্যমঃ স্কেচ
সময়কালঃ ১৮৭৪
এই স্কেচটি ১৮৭৪ সালে Illustrated London News –এ প্রকাশিত হয়েছিল অন্য আরও তিনটি স্কেচের সাথে।
৩। টাইটেলঃ Lalbagh Fort (south entrance, north view)
শিল্পীঃ নাম জানা যায়নি
মাধ্যমঃ ফটোগ্রাফিক প্রিণ্ট
সময়কালঃ ১৮৭০
১৯শতকে ঢাকার জৌলুসপূর্ণ অনেক মুঘল ভবন এই অঞ্চলের জলবায়ু এবং তার সমভাবাপন্ন প্রভাবে গাছপালার ব্যাপক বিনাশি বৃদ্ধির কারণে চিত্রোপম ধ্বংসাবশেষে রূপান্তরিত হয়, যা সেই সময়ের শিল্পীদের জনপ্রিয় বিষয় ছিল। লালবাগ কেল্লা ছিল সেই সমস্ত মুঘল স্থাপত্যের অন্যতম।
৪। টাইটেলঃ View at Dacca 10192
অ্যালবাম: Architectural Views of Dacca
শিল্পীঃ জন্সটন এবং হ্ফম্যান
অ্যালবাম/আলোকচিত্রের আনুমানিক সময়কাল:১৮৮৫
মাধ্যমঃ ফটোগ্রাফিক প্রিণ্ট
এই গেট কেল্লার দক্ষিণ-পূর্ব কোণায় অবস্থিত।
এখন আমরা শুধুমাত্র প্রধান গেট এর পিছন দিকটা দেখতে পাই; কারণ যে স্থান থেকে এই ছবিটি নেওয়া হয়েছে তা বাড়ী-ঘরে ভরে গেছে। Note the chhattris and guldastas on the south face, which do not survive today.
৫। টাইটেলঃ View of the south gate to Lalbagh Fort
শিল্পীঃ নাম জানা যায়নি
মাধ্যমঃ ফটোগ্রাফিক প্রিণ্ট
সময়কালঃ ১৮৭০
৬। টাইটেলঃ Lalbagh Fort, south entrance, south view
শিল্পীঃ নাম জানা যায়নি
মাধ্যমঃ ফটোগ্রাফিক প্রিণ্ট
সময়কালঃ ১৮৭৫
৭। টাইটেলঃ Lalbagh Fort, south entrance, south view
শিল্পীঃ ফ্রিয ক্যাপ
অ্যালবাম: The Curzon Collection
মাধ্যমঃ Gelatine-silver প্রিণ্ট
সময়কালঃ ১৯০৪
এই ছবিটি লর্ড কার্জনের ঢাকা আগমন উপলক্ষ্যে প্রকাশিত অ্যালবাম ‘The Curzon Collection’ এর অন্তর্ভূক্ত ৩০টি ছবির একটি।
ছবিতে কেল্লার দক্ষিণদিকের ধ্বংশপ্রাপ্ত তিনতলা বিশিষ্ট প্রবেশদ্বার দেখা যাচ্ছে। এই দিকটি বাড়ী-ঘর নির্মানের ফলে এখন আর দৃশ্যমান নয়।
৮। টাইটেলঃ Farrukh Siyar's Mosque
শিল্পীঃ নাম জানা যায়নি
মাধ্যমঃ ফটোগ্রাফিক প্রিণ্ট
সময়কালঃ ১৮৮০
দক্ষিণদিকের প্রবেশদ্বারের কাছে ফররুখ সিয়ার মসজিদ, যা এখন লাল বাগ শাহী জামে মসজিদ নামে পরিচিত।
৯।
টাইটেলঃ View at Dacca 10193
শিল্পীঃ জন্সটন এবং হ্ফম্যান
অ্যালবাম:Architectural Views of Dacca
মাধ্যমঃ ফটোগ্রাফিক প্রিণ্ট
অ্যালবাম/আলোকচিত্রের আনুমানিক সময়কাল:১৮৮৫
এই ছবিটি Johnston and Hoffman-এর বিখ্যাত ‘Architectural Views of Dacca’ অ্যালবামের ১৩টি ছবির একটি। ছবিতে পরী বিবির সমাধি দেখা যাচ্ছে।
১০। টাইটেলঃ Bibi Peri's Tomb, Lal Bagh, [Dacca]
শিল্পীঃ ফ্রিয ক্যাপ
অ্যালবাম:The Curzon Collection
মাধ্যমঃ Gelatine-silver প্রিণ্ট
সময়কালঃ ১৯০৪
এই ছবিটিও লর্ড কার্জনের ঢাকা আগমন উপলক্ষ্যে প্রকাশিত অ্যালবাম ‘The Curzon Collection’ এর অন্তর্ভূক্ত ৩০টি ছবির একটি। ছবির বিষয়-বস্তু পরী বিবির সমাধি ।
১১। টাইটেলঃ Bastion of the Lal Bagh, Dacca
শিল্পীঃ স্যর চার্লস ডি’ওয়লি
অ্যালবাম:Antiquities of Dacca
মাধ্যমঃ Etching
সময়কালঃ ১৮১৬
এচিংটি স্যর চার্লস ডি’ওয়লির আঁকা ‘Antiquities of Dacca’ অ্যালবামের দ্বিতীয় ফোলিওর ১০ নম্বর প্লেট অনুসারে করা হয়েছে। সম্ভবত এই অংশটা এখন কেল্লার মোড় হিসেবে পরিচিত। ইচ্ছে হলে এই ছবিটা Indoislamica সাইট থেকে কিনতে পারেন; মূল্য পড়বে £425.00
১২। টাইটেলঃ The Lalbagh Fort at Dacca
শিল্পীঃ F. B. Bradley-Birt
বইঃ The Romance of an Eastern Capital
মাধ্যমঃ প্রিণ্ট
সময়কালঃ ১৯০৬
লালবাগ কেল্লার এই দিকটিই আমরা এখন দেখি।
১৩। টাইটেলঃ The Mausoleum of Peri Bibi
শিল্পীঃ F. B. Bradley-Birt
বইঃ The Romance of an Eastern Capital
মাধ্যমঃ প্রিণ্ট
সময়কালঃ ১৯০৬
১৪। টাইটেলঃ View of Lalbagh Qilla (Fort)
শিল্পীঃ নাম জানা যায়নি
মাধ্যমঃ প্রিণ্ট
সময়কালঃ বিংশ শতাব্দীর প্রথম দিকে
কেল্লার পুরোভাগে ব্রিটিশ শাসনামলে লালবাগ পুলিশ লাইনের জন্য নির্মিত ব্যারাক। ছবিতে কেল্লার মধ্যে ব্যারাক দেখা যাচ্ছে।
এমন অসাধারণ একটি ঐতিহাসিক স্থাপত্য রক্ষায় আসুন আমরা সচেতন হই এবং একটি সুন্দর পরবেশ বজায় রাখি।
শিল্পীদের পরিচয় জানতে আগ্রহী হলে এই পোষ্টটি দেখতে পারেনঃ Click This Link
তথ্যসূত্র এবং ছবিঃ
British Library
http://dhakadailyphoto.blogspot.com/
http://oldcityphotos.blogspot.com/
ttp://www.indarpasrichafinearts.com/
http://www.columbia.edu/
http://www.wdl.org/
http://openlibrary.org/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।