আমাদের কথা খুঁজে নিন

   

পিছন ফিরে দেখা ১: সাত (গম্বুজ) মসজিদ

অনেকেই হয়ত এই মসজিদটি দেখেননি এবং চেনেনও না, কিন্তু সাত (গম্বুজ) মসজিদ রোডের নাম শোনেননি বা চেনেন না ঢাকায় এমন কাউকে পাওয়া হয়ত আমার ধারণা একটু কষ্টকর হবে। আমি নিজেও যখন প্রথম দেখি তখনও জানতাম না এই মসজিদের নামেই এই রাস্তার নামকরণ। মোহাম্মদপুরের কাটাসুর থেকে শিয়া মসজিদের দিকে একটা রাস্তা চলে গেছে বাঁশবাড়ী হয়ে। এই রাস্তাতেই যাওয়ার পথে পড়বে সাত গম্বুজ মসজিদ। চেহারায় তেমন কোন জৌলুস নেই, নেই সেই খোলা প্রকৃতি।

নদী কোথায় হারিয়ে গেছে! আমি যখন প্রথম দেখেছি তখনি মসজিদের পেছনের বিশাল মাদ্রাসা বিল্ডিং-এর সামনে যেন হারিয়ে যেত। অবশ্য তখনও মাদ্রাসার পিছনে নদীর অস্তিত্ব ছিল। এমন একটি স্থাপত্যের সাথে পিছনের মাদ্রাসার দালানটি প্রকট বিসদৃশ হয়ে চোখে লাগত। আর এখনকার পরিস্থিতি বর্ণনা করে আমি পাঠকের দুঃখ বাড়াতে চাই না। অথচ ডঃ জেমস অ্যাটকিনসনকে এই মসজিদটি ভেনিসের কথা স্মরণ করিয়ে দিয়েছিল।

তিনি এর গঠনের নিপুণতা, স্থাপত্য বৈশিষ্ট্য, আভিজাত্য এবং সহজতার সমন্বয়ে মুগ্ধ হয়েছিলেন। তিনি বলেছেন কাল, আগ্রাসী জঙ্গল এবং বিরুদ্ধ প্রকৃতি যদিও স্থাপনাটির যথেষ্ট ক্ষতিসাধন করেছে, তথাপি একটি আধ্যাত্তিক স্নিগ্ধ গাম্ভীর্য এটাকে ঘিরে রয়েছে। স্যর চার্লস ডি’ওয়লির আঁকা স্কেচে তিনি মন্তব্য করেছেনঃ "rises immediately from the margin of the river, with an effect at once stately and picturesque. Its neglected domes and arches are now shattered by accidents, and crumbling to decay; yet in the general proportions and character of its architecture, the principles of elegance and simplicity appears to be combined ... Time and vegetation, and storms and sunshine, have not only tinted it with rich variety, but so tempered the vividness of its hues, that a cool solemnity, suited to religious musing, still appears to prevail here." Album: Antiquities of Dacca Artist: Sir Charles D'Oyly Engraved by: J. Landseer Medium: Etching First Folio, Plate No.: 17 Plate size: 335 x 265mm. (13.25 x 10.5ins) Date: 1814 Accompanying text: Dr. James Atkinson Price at Indoislamca: £425.00 অ্যাটকিনসনের বর্ণনার সাথে এই ছবিটার মিল রয়েছে, কিন্তু এটা এখন শুধুই ছবি। সাত গম্বুজ মসজিদের এই ছবিটি একটি ম্যাগাজিনের (সম্ভবত The Graphic, Page 544) ইলাষ্ট্রেশন; মূল টাইটেল ছিল ‘Sketches of Ancient Buildings at Dacca, Bengal’. একই পৃষ্ঠায় ৪টি স্কেচ ছিল। আর এই ছবিটির ক্যাপশন ছিল ‘Ruins of Sath Musjid or Seven Dome Tample’. উপরের এই ছবিটি নেওয়া হয়েছে The Romance of an Eastern Capital বই থেকে।

লেখক F. B. Bradley-Birt. বইটি লন্ডন থেকে ১৯০৬ সালে প্রকাশিত হয়েছিল। Birt মসজিদের বর্ণনায় বলেছেন, “It is a picturesque building, standing alone on the bank and framed against the low marshland, its seven exquisitely proportioned domes outlined against the sky. In the centre are the three large domes, flanked at the four corners of the mosque by the four smaller ones, each crowning an octagonal tower. Towering above, a slender willowy palm looks down upon them all, adding the last touch of Eastern colour to the scene”. মসজিদের প্ল্যানঃ plan of the mosque, with its hollow domed turrets. মসজিদের শিলালিপিটি হারিয়ে গেছে, তাই এর সঠিক নির্মাণকাল জানা যায় না। তবে মসজিদটির নির্মাণ শৈলী বিবেচনা করে এর নির্মাণকাল ১৬৮০ খ্রীষ্টাব্দের কাছাকাছি হিসেবে মনে করা হয়, অর্থাৎ মুঘল স্থাপত্যের একটি নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। মসজিদটি লালবাগ দূর্গ মসজিদ এবং খাজা আম্বর মসজিদ এর সাথে সাদৃশ্যপূর্ণ। Source: British Library http://www.banglapedia.org/ http://www.columbia.edu/ http://www.indoislamica.com/ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।