আমাদের কথা খুঁজে নিন

   

পিছন ফেরা নয় সামনে এগিয়ে যাওয়া

সুযোগ মতন বিভিন্ন নামে দল; সংগঠনের আওতা ভুক্ত; নতুন বোতলে পুরানো মদের বর্তমান নাম হেফাজতে ইসলাম। নানা তাণ্ডব কুকর্মের সাথে যে সব ব্যক্তিরা জড়িত, তিনারা লং মার্চ করতে এলেন শান্তিপূর্ণ। কিন্তু মনের ভিতর থাকা ইচ্ছা প্রকাশ পেয়ে গেলো। নারী স্বাধীনতার বিরুদ্ধে এরা, বাংলাদেশকে আফগানীস্থান বানাতে চায় এইসব ধর্মান্ধ। গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন তিনি নারী বলে তাকে অপমান করে কিছু বলারও অধিকার তাদের নাই।

অথচ নারী সাংবাদিক কে পথে পেয়ে ৫০/৬০ জন এক যোগে ঝাপিয়ে পড়ল রাস্তায় প্রকাশ্যে, পাথর ছুড়ে শাস্তি প্রদানের ভঙ্গিতে তেড়ে এলো, নির্দ্বিধায় একজন নারীর উপর আক্রমণ করল পিটাল তাকে পিশাচের মতন অমানবিক। কী ভয়াবহ অবস্থা! এরা দেশের শাসক নয় এদের কোন অধিকার নাই এভাবে মারার। অথচ সবাই দেখলেন এদের চরিত্র এবং ইচ্ছা, কার্যক্রম চেহারা, উন্মোক্ত হয়েছে। যদি দেশ যায় এদের শাসনে কী অবস্থা হবে তবে ভাবতে শিউরে উঠছি। মালালার মতন ছোট বাচ্চা মেয়েরা গুলি বিদ্ধ হবে বাংলাদেশে।

রাস্তায় নারী পিটানোর শাসন কায়েম হবে। নারীকে প্রকাশ্যে নির্যাতন করতে এদের এতোটুকু বাধল না! মানবিক শব্দটা এদের অভিধানে নাই। ইসলাম মানবতার ধর্ম সে বিষয়ে এদের জ্ঞান নাই;এরা উগ্রপন্থী। দেশ চালানোর আশা ব্যক্ত করে পুস্তক রচনা এবং তার বিলি বণ্টন ও তারা করে ফেলছে! প্রস্তুতি সারা শুধু অপেক্ষা ক্ষমতায় যাওয়ার। শাপলা চত্তরের র‌্যালীতে, একটি পুস্তিকার কপিও বিতরন করা হয়েছে।

পুস্তিকার একটি লাইন এরকম ”যদি আলেম ও ওলামারা আফগানিস্তান চালাতে পারে তাহলে আল্লার সাহয্যে” আলেমরা বাংলাদেশও চালাতে পারবে। '' বাংলাদেশ কোন একক ধর্ম অনুসারীর দেশ নয়। বাংলাদেশ সব ধর্ম, মানুষের দেশ, প্রগতিশীল দেশ, হাজার বছরের পশ্চাদপদ পথে ফিরার দেশ নয়। নতুন তারুণ্যে সামনে এগিয়ে যাবার দেশ। নিজের মনে মানুষ ধর্ম পালন করবে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান, আস্তিক বা নাস্তিক হওয়া মানুষের নিজের ইচ্ছা।

রাষ্ট্র জোড় করে কোন ধর্ম পালনে বাধ্য করবে না কাউকে। ধর্মান্ধ এই সব বর্বদের শাস্তি দেয়া হোক। এমন দানব শ্রেনীর কুচক্রি দেশ জুড়ে যেন তাণ্ডব না করতে পারে তার ব্যবস্থা নেয়া হোক । সকল নারী নিজেদের অধিকার রাখতে এখনই সচেতন হোন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।