আমাদের কথা খুঁজে নিন

   

পিছন ফিরে দেখা।



বাঁশীর বীণে মাতাল করা সুর মুগ্ধতা তার পূর্ণ আঁখি পটে, ছেলেটির পাশে হাটতো যেন কোন এক অমল বিহ্বলা নারী। বাড়িয়েছিল কোমল হাতটি সে এক দ্বীধাহীন ভালোলাগায়। প্রহর পেরোয় স্বপ্নীল কাতরতায়, তবুও যেন ঘিরে ধরেনি তাদের স্বপ্ন আঁকার মোহগুলি। ছেলেটি কি কখনো ভীত ছিলনা? নিয়ত ছিনিমিনি খেলে প্রকৃতি মানুষের ভরসার আশা গুলি নিয়ে। কীটেরা বাসা করে নেয় চিন্তার পৃথিবীতে নীল তৃষ্ণার কাছে বৃথাই আশ্রয় খোঁজা- ব্যর্থ, পরাজিত, রিক্ততায় কাটে এক নেশার ঘোরের দীর্ঘ প্রহর।

অবশেষে ভীন ঠিকানাই তার আপন গন্তব্য। যাকে ছুড়ে ফেলে আসা- তার ভাবনায় আজ পৃথিবী মগন। ভালবাসা বুঝিবা এমন ই হয়- কাছে থেকে জড়িয়ে কষ্ট দেয়- আর দূরে গিয়ে কাঁদায় । । (আমার এক প্রিয় বন্ধুর জন্মদিন ২৭ শে অক্টোবর।

ভীনদেশে সে আছে। তার জন্য এই কথা কটি লিখলাম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।