আমাদের কথা খুঁজে নিন

   

বন্য

inveterate to Create একদিন জীবন নথিকা লিখতে বসে কলমটাকে হাতের মধ্যে এনে ভাবছি , কি লিখব ?? কি লেখার আছে আমার ??? আসলেইতো আদৌ কি কিছু লেখার আছে আমার ?? আচ্ছা আমি কি তাহলে জীবনের সব কিছুই লিখে ফেলেছি ??? -জীবন কাকে বলে???? - আমি জানিনা । - তাহলে কেন জীবননথিকা লিখ ?? - জানিনা । - যা নিজেই জানোনা, তা কেন অন্যকে জানাতে চাও ??? - তাও জানিনা । - তাহলে কি চাও তুমি?? - আমি যে এটাও জানিনা । - ব্যর্থ তোমার এ জীবন ।

- হতে পারে । - লজ্জা করছে না তোমার ? - কেন ? - কেন নয় ? - কারন আমার মধ্যে কোনো লজ্জা নেই । - তাহলে তো তোমার মানব জনম বৃথা । - হা, হা হা, হাহাহা...... - হাসছ কেন ? - এই মাত্র তুমি জীবন কথাটা উচ্চারণ করেছ । তুমি জানো, জীবন কাকে বলে ?? - জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা... তাকেই জীবন বলে ।

যেখানে থাকে সত্য-মিথ্যা, আবেগ- ভালবাসা, সুখ-দুঃখ, হাসি-কান্না, জয়-পরাজয়, জন্ম-মৃত্যু, থাকবে সবার প্রতি সবার সহিষ্ণুতা, আর থাকবে এ জীবন শেষে পরকাল । - দাঁড়াও, তুমি পরকালে বিশ্বাস কর ? - কেন করব না? - আর যারা করে না, তাদের কি হবে ? - জানিনা । - কেন জানোনা ? - জানার দরকার নেই । হয়ত ওরা পচেঁ-গলে মরবে !!!! - তোমার কষ্ট হবে না ?? - কেন ? - তুমি না কেবল বললে, থাকবে সবার প্রতি সবার সহিষ্ণুতা ?? - হুম, বলেছি তো ? - তার মানে, তুমি তোমার নিজের কাছেই হেরে যাচ্ছ ?? - কখনই না । স্রষ্টা তাদের জন্য অবশ্যই কোনো বিধান রেখেছেন ।

- তোমার মুখে স্রষ্টা শব্দটা মানায় না । - কেন বলছ ?? - তুমি মানুষ হয়ে মানুষের কথা ভাবোনা, তুমি স্রষ্টাকে পাবার আশা কর কিভাবে??? .................................... - কি হল, চুপ করে আছো কেন ? এতক্ষণ তো অনেক তর্ক করেছ !! আমি জানি তোমার মতো সব ধর্মভীরু মানুষ আমার এ প্রশ্নে চুপ করে যাবে । আমি চাই না তোমাদের কে আমার পথে ডাকতে, কারণ আমি জানি, আমার পথ কাঁটায় ঘেরা, তবুও আমি বন্য হতে চাই । কেন জানো ?? বনবাসে কোনো সত্য-মিথ্যার মাপকাঠি নেই । ভালবাসা সেখানে এক নির্জীব নিষ্প্রান আবেগহীন বেঁচে থাকা কোনো সরিসৃপের শরীরের মত পরে থাকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।