বিকল্প গনমাধ্যমের চিন্তা থেকেই এখানে একটু লেখালেখি করি
চাঁপাইনবাবগঞ্জ, ৩১ ডিসেম্বর: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গোপালপুর গ্রামে হঠাৎ একটি বন্য হাতি ঢুকে পড়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার ভোরে ভারতের সীমান্ত পেরিয়ে হাতিটি বাংলাদেশে ঢুকে পড়ে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন, বন বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।এলাকাবাসী জানায়, আজ ভোর ৫টার দিকে গোপালপুর গ্রামের লোকজন হাতিটি দেখতে পায়। মুহূর্তের মধ্যেই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত নারী পুরুষ সেখানে ভীড় জমায়। খবর পেয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা সারজিল হাসানসহ বন বিভাগ ও পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হয়। চাঁপাইনবাবগঞ্জের সহকারী বন সংরক্ষক সৈয়দ খান জানান, সীমান্ত পেরিয়ে হাতিটি ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়েছে। হাতিটি যেন লোকালয়ে প্রবেশ করতে না পারে সে জন্য তাকে পাহারা দেয়া হচ্ছে। তিনি জানান হাতিটি বর্তমানে এলাকার একটি আখ ক্ষেতে আশ্রয় নিয়েছে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।