আমাদের কথা খুঁজে নিন

   

বন্য হাতির হামলায় নিহত ১

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা চা-বাগানের টিলায় আজ বৃহস্পতিবার সকালে বন্য হাতির আক্রমণে সুরেন্দ্র রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই চা-বাগানের শ্রমিক ছিলেন।
কোদালা চা-বাগানের ব্যবস্থাপক বেলায়েত হোসেন জানান, আজ সকালে ৭০-৮০টি বন্য হাতির একটি দল চা-বাগানের ১৬ নম্বর টিলায় গিয়ে বেশ কয়েকটি ঘর ভাঙচুর করে। এ সময় চা-শ্রমিকেরা পালানোর চেষ্টা করেন। পালানোর সময় একটি হাতি শুঁড় দিয়ে সুরেন্দ্র রায়কে পেঁচিয়ে পা দিয়ে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা জহুরুল হক প্রথম আলো ডটকমকে বলেন, সম্প্রতি বিলগুলোতে বোরো ধান পাকতে শুরু করায় বন্য হাতির দল পাহাড় থেকে লোকালয়ে নেমে আসছে। জনগণের জানমাল রক্ষায় বন কর্মকর্তা-কর্মচারীরা ওই এলাকায় অবস্থান করছেন।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।