আমাদের কথা খুঁজে নিন

   

বন্য

আমি চিরন্তন মুক্তিকামী।

বন্য এলবামটা কেউ শুনেছেন? হ্যা its another fuad production। মিউসিকে ফুয়াদ একটা নতুন ধারার প্রবর্তন করেছেন। বাংলাদেশে hip hop ঘরানার গান ঢোকানোর একটা প্রচেষ্টা তিনি করেছেন এবং সফলও হয়েছেন। বলছিলাম বন্য প্রসং্গে।

ফুয়াদ বলেছেন উদার হয়ে জংলী গানটা শুনতে। কিন্তু অতটা উদার হতে পারলামনা। বাবা মা বন্য এই টাইপের ওয়ার্ড ঢোকানো হয়েছে তা আগে থেকেই বুঝতে পেরেছিলাম। কিন্তু যৌবন আমার লাল টমেটো টাইপের লিরিকসের জন্য মোটেই প্রস্তুত ছিলামনা। আর এরকম অন্যান্য লিরিকস তো রয়েছেই।

তবে রি হিট গান গুলো ভালো হয়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।