অসাম্প্রদায়িক চেতনা ও কবিতার মানুষ যাক নভেম্বরের শুরুতে সেবার প্রচন্ড শীত । বাহিরে স্নো পড়া দেখলাম সন্ধ্যার দিকে । জীবনে প্রথম তুষার পড়তে দেখার অনুভূতি চমৎকার । বাসার দিকে আসতে পথে হোয়াইট চ্যাপেল হয়ে জুব্লি স্ট্রিট এর দিকে যত আসছি ফাকা পথে তত শুভ্রতা বাড়ছে খুব করে কয়টা ছাবি নিলাম । মোবাইলে তোলা ছবি।
তবু ভালই আসল ।
রাতে কোন রকম খেয়ে ডুভেটের নিচে ঢুকে গেলাম । সেনট্রাল হিটিং এর ব্যাবস্থা থাক্লেও আমার তা সহ্য হত না। সালাউদ্দিন বল্ল, ভাই শীত পইরতেছে , ইগা ছাইত্তাম নি ? আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম , না। তার আর কিছু বলার ছিলনা ।
সালাউদ্দিন ১০ টা বাজেই কাইত । শুয়ে গেলাম আমিও। লাইট অফ করে আমি তখনও ঘুমাই নি। রাত ১২ টার কিছু বেশি বাজে।
কিছুটা তন্দ্রা আসবে, এমন সময় দেখি সালাউদ্দিন ঘুমের মধ্যে কথা বলে।
প্রথমে ভাবছিলাম ফোন আসছে । পরে আমার মোবাইলের টর্চ মেরে দেখি ওর ১০ হাতের কাছে কোন মোবাইল নাই । এমন জিনিস আমি আগে দেখিনি। পিস একখান । '' উম চাচা, শুইন্তেছি, আপ্নে আইবেন নি? জি , হ্যা হ্যা , শুইন্তেছি আফনে কন , হ্যা হ্যা '' ।
ঘুম উড়ে গেল । হাসি পেল । কিন্তু বেশি রাত হওয়ায় অনেক কস্টে তা আটকালাম ।
সকালে ক্লাস এ যাব ঘুম থেকে উঠেছি । একটু দেরি করে ফেললাম ।
যা হোক বরফের উপর না খেয়ে দিলাম দৌর । ৭-৮ ইঞ্চি বরফ জমেছে। চারিদিকে শুধু সাদা শুভ্রতা। যেয়ে দেখি মেইন গেট বন্ধ হয়ে গেছে। অসবর্ণ স্ট্রিট এ পৌছাতে পারলাম , কিন্তু কলেজে ঢুকতে পারলাম না।
দেখলাম আমার মত আরেকজন আটকা পড়েছে । দেখে ইন্ডিয়ান মনে হয়েছিল। আর আমাকে সে ভেবেছিল পাকিস্তানী ।
দুজনেই একি সমস্যায় পরেছি , তাই টুক টাক আলাপ পরিচয় হল। নাম চেরী, বাসা ঢাকা।
আমিও বললাম আমি ঢাকার । শুনে সেও অবাক । তারপর বল্ল এখানে দারিয়ে না থেকে কোথাও বসি । গেলাম আলতাব আলি পার্ক এ । সবুজ পার্ক সাদা ধব ধবে হয়ে গেছে।
তার মধ্যে আমি আর চেরী গল্প করছি । অপেক্ষা কখন ওই দরজা খোলে । চেরীর সাথে গল্প করে খুব ভাল লাগল , এক্স ভিকারুন্নিসা- ঢাকা ইউনিভারসিটি অনার্স মাস্টার্স । চেরী পরে আমার ব্যাচে অন্য সেকশনে। বয়সে আমার বড় ,কিন্তু আলাপে সেটা ছাপিয়ে গেল।
প্রথম দিনই ফোন নাম্বার পেলাম । কয়দিন কথা বলেই খুব জমে গেল বন্ধুত্ব। যখন তখন রাত দিন কথা হয় । অনেক গল্প। কথা শেষ হয়না , মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, সালাউদ্দিন আমাকে দেখে আর অবাক হয়ে জিজ্ঞেস করে , ''হিতে আইন্নেরে এত কিয়া কয় ? বাউরে ফোন কানের মইদ্যে ফিট করি লইছেন হারাদিন'' ।
। কলেজে একদিন যাওয়ার পথে সকাল ৮ টায় চেরী পেছনে থেকে এসে আমাকে একটা এস্করট দিল। দুর্ভাগ্য ক্রমে আমার খালা একি মুহূর্তে বিপরীত দিক থেকে আসছিলেন , আমি তাকে দেখে ভেবেছিলাম একটা সালাম দিয়ে পার হয়ে যাব। যেই আমি খালার মুখো মুখি সেই মুহূর্তে চেরী পেছন থেকে আমার গায়ে একটা ক্যাঙ্গারু লাফ দিল । আমার খালা হতভম্ব !
পরে আমি বললাম এটা কি হল? বল্ল, তোমাকে চমকে দিতে চাইলাম।
আমি আর কি বলব , বললাম ভাল টাইমিং হয়েছে। প্রশ্ন করল কেন, আমি বললাম যে আমাদের সামনে দিয়ে গেলেন, উনি আমার খালা ।
যা হোক ক্লাস এ আসি। চেরি গেল তার ক্লাস এ। আমার ক্লাসে ম্যাবেল বক বক করছে।
বিকেলে রেসাল্ট দেয়ার কথা । ইংলিশ কোর্সে ভাল ভাবেই উতরে গেলাম ।
মেইন কোর্সের ক্লাস করতে এসে খুব ভাল লাগল। এখানে আমার টিচার ছিলেন চাইনিজ দেখতে ডক্টর পল হাউয়েই ইনি লন্ডনের জগত বিখ্যাত অক্সফোর্ড এবং আমারিকার হারভাড থেকে পড়েছেন , আমাদের নিতেন রিসার্চ প্রপোসাল । আর মার্কেটিং এ পেলাম ডক্টর মৌ উইলিয়াম, দেশ ঘানা , কাল মানুষ কিন্তু তার যায়গায় সে সেরা।
কোনদিন বই খুলে পড়ায় না , প্রজেক্টটরেও না। নিজে বাসা থেকে স্টাডি করে এসে লেকচার দিত আর আমাদের না বোঝা পর্যন্ত আপ্রাণ চেস্টা করত । খুব ভাল টিচার । আর পেলাম ডক্টর সিদ্দিক ইউসুফ, শ্রিলঙ্কান , পড়াতেন ফিন্যন্স । কড়া মানুষ , রোবট টাইপ , হেড অফ একাউন্টিং , লিডস ইউনিভার্সিটি, ।
কোন দিন হাসতে দেখতাম না, এটা পাশ করতে আমার জান বেরিয়ে গেছে। প্রজেক্ট ম্যানেজমেন্ট নিতেন , ডক্টর এলেক্স , রোমান লেডী, যেমন সুন্দরী তেমন কড়া , লন্ডণ মেট্টপলিটন ইউনিভার্সিটির হেড অফ বিজনেস । আর ম্যানেজমেন্ট নিত ডক্টর নবী , আমাদের দেশি । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ডক্টর ইউনুসের সহকর্মী বন্ধু বর।
প্রথম ক্লাস , ডক্টর নবী নিলেন ।
সে অভিজ্ঞতা কোনদিন ভুলে যাওায়ার নয়। রোল কলের মধ্যে এক ছেলের মোবাইলে রিং হয়েছিল। সাথে সাথে তাকে বলা হল মোবাইল সুইচ অফ করতে।
আর সেটা তার কাছে জমা দিতে। ঘটনা এই টুকু হলে চলত ।
দেশ থেকে আসার পর সবারি ফোন আসত । আসলে আমরা কেমন আছি এটা নিয়ে দেশের সবাই চিন্তা করত। এটা প্রথম দিকে হয়। পরে ঠিক হয়ে যায় কিন্তু না ডক্টর নবী ছেলেটার মোবাইল ক্লাসের এক পাশ থেকে আরেক পাশে ছুড়ে মারলেন , ব্যাস সেটা খণ্ড হয়ে ব্যাটারি লন্ড ভন্ড হয়ে গেল ।
ক্লাস ব্রেকে আমরা চা খাই, ক্যাফেতে সবার সাথে দেখা হয়।
চেরির সাথে মকাচিন্ন আর চকলেট ভাগা ভাগি করে ডক্টর নবীর ঘটনা বললাম। জবাবে চেরি বল্ল তার ক্লাসেও একই ঘটনা ঘটেছে । অন্য কলেজে যখন ছেলে মেয়েরা হলিডে নেয়, আমরা তখন ধুমিয়ে ক্লাস করছি। দেখি পাশের কলেজের ছেলেরা ফুল টাইম জব লেটার নিয়ে কাজ করছে। আর আমার জব নাই এদিকে ক্লাস করেই কুল পাচ্ছিনা।
আমাদের ৯০ % এর নিচে উপস্থিতি থাকলে কলেজ থেকে বের করে দেয়া হত। পর পর তিন টা ক্লাস মিস গেলে জবাব দিহি , ১০ ক্লাস মিস মানে ভিসা ডিসমিস ।
এইভাবে ক্লাস করি, বাসাই যাই। চেরির সাথে ওভার ফোন অনেক কথা হয়। সে ভাল রান্না জানত ।
ভাল নাচত । দিন রাত সময় পেলেই স্কাইপে দেখা দেখি চলে। রান্নার টিপস দেয়, রান্না করি, তার অনেক শর্ট কাট রেসিপি ছিল , দারুন সেগুলো । হেল্পফুল ফ্রেইন্ডলি হিসেবে চেরি আমার কাছে অতুলনীয়া হয়ে উঠল । চেরিও মনের মাধুরী দিয়ে বলত...এইভাবে, বাদরকে লাই দিলে যা হয়,মাথায় ওঠে ।
আর আমি চেরির আদরে হলাম হনুমান, এরপর কথা ছলে সীতা হরন ...
একদিন ক্লাস শেষে দেখি একজন ''বাংলাদেশি বিউটি'' কাদতেছে...
চলবে...।
আগের পর্ব ৩
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।