আমাদের কথা খুঁজে নিন

   

রকেট ছাড়ছে উত্তর কোরিয়া

জানতে চাই জানাতে চাই উত্তর কোরিয়া মঙ্গলবার পরিকল্পনামাফিক দূরপাল্লার রকেট উৎক্ষেপণে প্রস্তুত থাকার ঘোষণা দিয়ে যথাসময়ে তা ছাড়বে বলে জানিয়েছে। এ ঘোষণা বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা প্রয়াত নেতা কিম ইল সাঙের জন্মশতবর্ষপূর্তি উপলক্ষে আগামী ১২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে রকেটটি উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে দেশটি। আগামী ১৫ এপ্রিল কিম ইল সাঙের ১’শতম জন্মবার্ষিকী। রকেট উৎক্ষেপণ করে পৃথিবীর কক্ষপথে একটি আবহাওয়া উপগ্রহ পাঠানো হবে বলে জানিয়েছে দেশটি।

কিন্তু পশ্চিমা দেশগুলো একে জাতিসংঘ প্রস্তাবের লঙ্ঘন বলে দাবি করছে। পরামাণু যুদ্ধাস্ত্র বহন করতে পারবে এমন ক্ষেপণাস্ত্র তৈরি থেকে উত্তর কোরিয়াকে বিরত রাখতে ওই প্রস্তাব পাশ করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার উত্তর কোরিয়ার ওই ঘোষণার পরপরই উৎক্ষেপণ পরিকল্পনার নিন্দা জানিয়েছে রাশিয়া। উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার জোর অর্থনৈতিক সম্পর্ক আছে । এক সময় রাশিয়া উত্তর কোরিয়ার প্রধান পৃষ্ঠপোষকও ছিল।

“উত্তর কোরিয়ার উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনাকে আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তকে অবজ্ঞা করার শামিল বলে বিবেচনা করি,” রাষ্ট্রীয় আরআইএ সংবাদ সংস্থায় উদ্ধৃত বক্তব্যে বলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্দার লুকাশেভিচ। উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। পরিকল্পনামাফিক রকেট উৎক্ষেপণ করলে উত্তর কোরিয়া আন্তর্জাতিক অঙ্গণ থেকে চরমভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে হুঁশিয়ার করেছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার অর্থনৈতিক ও কূটনৈতিক পৃষ্ঠপোষক চীনও দেশটির এ ঘোষণায় উদ্বেগ প্রকাশ করে তাদেরকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছে। বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ ওয়িমিন।

উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের ঘোষণায় চরম উদ্বিগ্ন জাপানও। এর আগের একটি উত্তর কোরীয় দূরপাল্লার রকেট জাপানের ওপর দিয়ে আকাশ পথে দিয়ে পাড়ি দিয়েছিল। এবারের রকেটটি আকাশসীমায় প্রবেশ করলে গুলি করে ভূপাতিত করার ঘোষণা দিয়েছে জাপান। তবে এসব রাষ্ট্রের উদ্বেগ সত্ত্বেও রকেট উৎক্ষেপণকে নিজেদের সার্বভৌম অধিকার বলে দাবি করেছে উত্তর কোরিয়া। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.