টাঙ্গাইলের ভূঞাপুরে ১৬ কেজি ওজনের দেড় ফুট লম্বা একটি রকেট সেল উদ্ধার করে নিকরাইল ইউনিয়ন পরিষদের জমা দেয় কৃষক আজহার আলী। পরে খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আজ দুপুর সাড়ে ১২টায় উপজেলার নিকরাইল ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মন্ডল জানান, গত ২৯ ডিসেম্বর শনিবার বিকেলে বাগানবাড়ি গ্রামের কৃষক আজহার আলী তার জমিতে চাষ করতে যায়। এসময় মাটির নিচে রকেট সেলটি দেখতে পায় এবং সেটি ওই কৃষক বাড়িতে নিয়ে রেখে দেয়।
পরে আজ দুপুর সাড়ে ১২টায় কৃষক আজহার আলী রকেট সেলটি ইউনিয়ন পরিষদের চমা দিয়ে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ইউনিয়ন পরিষদ থেকে সেলটি নিয়ে যায়।
রকেট সেল উদ্ধারের বিষয়নি নিশ্চিত করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেচ আলী মিঞা জানান, ঘটনাস্থলে আরো কোন রকেট সেল বা বিস্ফোরক আছে কিনা আমরা পরীক্ষা করছি। তিনি আরো জানান, উদ্ধার হওয়া রকেট সেলটি যুদ্ধকালীন সময়ের। পরিত্যাক্ত অবস্থায় মাটির নিচে ছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।