গভীরে যেতে চাই, অনেক গভীরে, যেখানে সুন্দর একটা মন থাকে
আমার প্রিয় স্বদেশ এখন অনেকটা উত্তপ্ত। কারণ বলতে গেলে বলতে হয় অনাকাঙ্খিত। ধর্ম নিয়ে এতটা বাড়াবাড়ি আর কখনও হয়েছে বলে আমার জানা নেই । রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করার চেয়ে ধর্ম দিয়ে রাজনীতি মোকাবেলা করার চেষ্ঠা চলছে এখন। তা না হলে দেশের সিংহভাগ মানুষ যখন মুসলমান, তখন এমন হওয়ার কথা নয়।
প্রায় চল্লিশ বছর ধরে দেখছি আমার ধর্ম, আমার বাপ দাদার ধর্ম ইসলাম সে আগের মতই আছে। তা থাকার কথা অবশ্যই। মানুষ নষ্ট হতে পারে, ধর্ম নষ্ট হওয়ার সুযোগ নেই। কারণ ধর্ম ও ধর্মের বানী অপরিবর্তনশীল। ধর্ম পালন করতেও আমরা কখনও বাধাগ্রস্ত হইনি কখনো।
তাই ধর্ম গেলো, জাত গেলো বলে চিল্লানো কতটা যুক্তি সম্মত তা বুঝতে পারছি না। ইসলাম শান্তির ধর্ম, একথা শুধু মুখে বললে হবে না। তা প্রমান করার দায়িত্বও আমাদের।
আমাদের রাষ্ট্র ও সমাজ ধর্মের ব্যাপারে যথেষ্ট উদার। যার যার ধর্ম সে সে পালন করছে নির্বিবাদে।
আমাদের এই শান্তিপূর্ণ দেশটাকে আমরা বিশ্বের অন্যান্য অস্থিতিশীল দেশের মত করে দেখতে চাই না। চাই সকল ধর্ম ও মতের মানুষ এক হোন, আমরা শান্তি চাই। ধর্মের নামে বাড়াবাড়ি চাই না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।