বৃষ্টি পড়ে পড়তে দাও,
সেমাই হয়ে ঝরতে দাও।
জানতো আজ ভিজার সময়,
বলো যদি ভিজতে চাও।
বৃষ্টি ঝরে টিনের চালে,
কয়েক ফোঁটা তোমার গালে।
জানালা দিয়ে কিসের ভেজা,
বেরিয়ে এসো দরজা খুলে।
আমার সাথে রিকশা চড়ে,
ঘুরলে না হয় একটু দূরে।
ভালোবাসি বললে বলো,
না হয় থাকো চুপটি করে।
বাতাস লাগাও উড়িয়ে চুলে,
দাওনা ছুঁয়ে মনের ভুলে।
দৃষ্টি আমার যাক ছুঁয়ে যাক,
বৃষ্টি ভেজা মিষ্টি গালে।
চোখের দিকে তাকিয়ে থেকো,
মুখটা নাহয় নীরব থাক।
বৃষ্টি তো গান গেয়েই যাবে,
পোশ মেনেছে মেঘের ঝাঁক।
হঠ্যাৎ যদি বজ্র পাতে,
আকাশ ডাকে অনেক দূরে।
ভয় পেওনা আমি আছি,
কথা দিলাম বৃষ্টি ধরে।
কথা দিলাম রাঙ্গিয়ে দিবো,
বৃষ্টি ভেজা বিকাল আজ।
জানালা দিয়ে হয় কি দেখা,
বৃষ্টি রানীর মিষ্টি সাজ।
হাত বাড়িয়ে হাত টা ধরো,
ভিজলে না হয় একটা দিন।
কাউয়া ভেজা না ভিজলে,
ভেজাই হলো অর্থ হীন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।