আমাদের কথা খুঁজে নিন

   

রিকশায় চেপে সংবর্ধনায় এলেন রাষ্ট্রপতি

বুধবার কিশোরগঞ্জের ইটনায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “কঠিন সময়ে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছি। নানা রাজনৈতিক ঘটনা প্রবাহ আমাদেরকে প্রতিনিয়ত নাড়া দিয়ে যাচ্ছে। ”
কিশোরগঞ্জের সন্তান আবদুল হামিদ উপজেলা সদরের ইটনা মহাবিদ্যালয় মাঠে আয়োজিত এ গণসংবর্ধনায় যোগ দিতে যান রিকশায় চেপে।
রাষ্ট্রপতি বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন রাজনৈতক দলের মতাদর্শে পার্থক্য থাকাই স্বাভাবিক। তবে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে আমাদেরও সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।


গণ-সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সমরেশ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ আফজাল হোসেন, ইটনা উপজেলা জাতীয় পার্টি সভাপতি মাহবুবুল হক, উপজেলা গণতন্ত্রী পার্টি সভাপতি গিয়াস উদ্দিন খান মিল্কি, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান এবং ইটনা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. ইসলাম উদ্দিন।
মঞ্চে অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতিপত্নী রাশিদা হামিদও উপস্থিত ছিলেন।

দুপুর আড়াইটায় হেলিকপ্টারযোগে ইটনা হেলিপ্যাডে অবতরণ কবেন রাষ্ট্রপতি। দুপুর পৌনে ৩টায় রিকশাযোগে তিনি ইটনা মহাবিদ্যালয় মাঠে গণসংবর্ধনা সভায় যোগদান করেন।
অনুষ্ঠান শেষে বিকাল সাড়ে ৪টায় তিনি ইটনা ত্যাগ করেন।


রাষ্ট্রপতি হওয়ার আগে আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ আসনে (ইটনা-মিঠামইন-আষ্টগ্রাম) সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। রাষ্ট্রপতি হওয়ার পর উপনির্বাচনে তার ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.