আমাদের কথা খুঁজে নিন

   

রিকশায় তল্লাশিতে মিললো 'গ্রেনেড' রিকশায় তল্লাশিতে মিললো 'গ্রেনেড'

উয়ার্ক স্মার্ট এন্ড হার্ড। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মুস্তাজির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বুধবার বেলা সোয়া তিনটার দিকে হরতালের দায়িত্ব পালনের অংশ হিসাবে বিভিন্ন গাড়ি তল্লাশির সময় একটা রিকশার সিটের ভিতর থেকে গ্রেনেডসদৃশ বোমাটি উদ্ধার করা হয়। ” তিনি জানান, এতে গ্রেনেডের মতোই একটি পিন আছে। উদ্ধারের পরপরই গোয়েন্দা পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের খবর দেয়া হয়। এই ঘটনায় রিকশাচালক বশিরকে (৩২) আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ডিএমপির মুখপাত্র মুনিরুল ইসলাম জানান, এটা হাতে তৈরি গ্রেনেড হতে পারে। অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সানোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের বোমা নিস্ক্রিয়করণ দল দুই বারের চেষ্টায় নিরাপদে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটায়। পুলিশ বশিরকে জিজ্ঞাসাবাদ করে জেনেছে, তার গ্যারেজ রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। সকাল থেকেই ১০/১২ জন যাত্রী তার রিকশায় উঠেছে। তবে রিকশার সিটের নিচে কিভাবে জিনিসটি এলো তা তিনি জানেন না বলে দাবি করেছেন।

বুধবার হরতালের শুরুতে রাজধানীর তেজগাঁও, মিরপুর, যাত্রাবাড়ী ও দক্ষিণ কমলাপুরে হাতবোমা ফাটায় পিকেটাররা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.