দুঃখের জমিনে আমি বুনেছিনু বেদনার বীজ।
হতাশার জলসিঞ্চনে হল ব্যথার অঙ্কুরোদগম।
গ্লানির সার প্রয়োগে তাদের বেড়ে ওঠা।
বঞ্চনার বায়ুতে দোল খেতে খেতে তাদের
সম্ভাবনাহীন যৌবনে অকাল পদার্পণ।
প্রবঞ্চনার ফাঁদে পতিত কষ্টময় ভীষণ জীবন
যেন জীবন নামের এক মস্ত প্রহসন।
মরীচিকার মায়ায় তারা নিয়ত ধাবিত,
বেদনার বিষবাষ্পে অকালপ্রাপ্ত যৌবন
অকালপ্রয়াত।
বাসনার রঙ আজ মলিন, ধূসর।
সঘন তমিস্রায় ঢাকা সোনারঙ ঊষা।
কামনার মদিরে মাখা অগ্নিময় রূপ
ডুবে আছে মধ্যযামে দিগন্তের পারে।
এখন সময় হল- ফসলেরে তুলে নেব ঘরে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।