দুঃখের ফেরিঅলা দুঃখ, দুঃখ, দুঃখ,চাই কষ্-টো-ও-ও-ও আছে হতাশা, গ্লানি, যন-তো-রো-না-আ-আ প্রতারণা, চাই প্রতারণা, ছলনা, ছ-লো-না-আ-আ এ-এ-ই বঞ্চনা, যাতনা, বেদনা আর অপূরণীয় কামনা-আ-আ.... আমি এক ফেরিঅলা সওদা করি ফেরি দুঃখ, কষ্ট, হতাশা, গ্লানি দিচ্ছি সবই ফিরি(ফ্রী)। মুক্তি আশা আনন্দ আর সুখ-শান্তি ছাড়া আছে সবই আমার বাঁকে ডুলি, ঝুলি ভরা। দীর্ঘশ্বাস বাঁকখানি মোর চলছে বয়ে নিতি ক্লান্তিরাশির রশিখানিতে ঝুলছে গতায়ু প্রীতি। সারা দিবস করছি ফেরি আমার দীঘির জল জলতো সে নয় আমার অশ্রু অথৈ টলমল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।