অনেক দিন চাঁদ দেখা হয়না। শহড়ের ব্যস্ত সময়, অট্রালিকার ঘনত্ব,আর যান্ত্রিক জীবনে চাঁদের দেখা পাওয়া দুস্কর। চৈত্রের শেষ প্রহরের তাপদাহে জীবন যখন অতিষ্ঠ ঠিক এরই মাঝে প্রকৃতি তার আপন সাজে প্রথমান্থে এক পশড়া ভাড়ী বৃষ্টি উপহার দিল। সারাটা দিন কেটে গেলো এক হালকা শীতের আমেজে। সন্ধা হতেই প্রকৃতি তার অকৃপন ভান্ডার খুলে দিলো আপন আলোয়।
আজ রাতে শহরের সব বাতি নিভিয়ে দিয়ে যদি চাদেঁ আলোয় কাটানো যেতো তাহলে এটা হতো জীবনের একটি শ্রেষ্ট রাত। এতোক্ষন ক্যাম্পাসের উদ্যানে এমনই একটি সন্ধার দক্ষিনা হাওয়ায় স্নাত হয়ে জোৎস্নায় ভেসে এলাম। ঘরে ঢুকেও জোৎস্নার স্বাদ নিচ্ছি। আজ সারা রাত কাটুক এই আমেজে। আর সকল বন্ধুদের প্রতি রইল এই জোৎস্নার শুভেচ্ছা ।
যদি সম্ভব হয়, কাটান একটু সময় প্রকৃতির এই অভাবনীয় সুন্দর্যে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।