আমাদের কথা খুঁজে নিন

   

রুপালী নদীটি......

জীবন যখন যেখানে যেমন

সরু রুপালী একটি নদী,মাঝেমাঝে বাঁক। বরষার অনেক শুরু থেকে তার জন্ম। পাহাড়ী ঐ যে দিগন্তের ওদিকে, সেখান থেকে তার বয়ে চলা। নদীটির দু ধারে দাঁড়িয়ে কিছু, সাদা কাশফুলের গাছ। মৃদুমন্দা হাওয়া এসে দোলা দিচ্ছে, সেই কাশফুল গাছে।

এক ধারে ছোট একটি ডিঙি নৌকো বাঁধা। ঢেউয়ের তালে তালে দুলছে সেটি। কিছু হাঁস পানির জলে সাঁতার কেটে বেড়াচ্ছে, তাদের কলকাকলিতে মুখর চারিদিক। একটু দূরে ছোট ছোট দামাল বাচ্চারা, ঝাপাঝাপি করে গোসল করছে পানিতে। তাদের আনন্দে হৃদয়ে নাচনের দোলা লাগে।

ঘোমটার আড়ালে কলসি কাঁখে, গ্রাম্য বৌ-ঝিয়েরা পানি নিয়ে যাচ্ছে। এই নদীটির স্রোতের মতই বয়ে চলেছে, এখানের মানুষের দুঃখ সুখের জীবনধারা। কখনো ভাঙ্গন,কখনো গড়নের এই খেলার, হাসিকান্নার মাঝেই তাদের নিত্য চলাচল। নদীটিকে আপন করেই বেঁচে আছে, তাদের জীবনের প্রতিটি স্বপ্ন দেখা। প্রিয় বাংলাদেশ হতে বহুদূরে, এই সুদূর প্রবাসে বসেও, এমনই একটি রুপালী নদীর ছবি, প্রায়ই ভেসে উঠে, আমার স্মৃতিপটে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।