আমাদের কথা খুঁজে নিন

   

রুপালী নুপূর কে

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আপনার লেখা, সুতো...এই মাত্র পড়লুম । গেলো কাল সম্ভবত আপনি যখোন এই লেখাটি লিখছিলেন তখোন হয়তো আমি আপনাকে ধন্যবাদ জানাতে এক লাইন লিখতে বসেছিলুম । কেনই বা ধন্যবাদ ? আমার আগের লেখাটি পড়তে হবে যে ।

বোঝা গেলো,আপনার ভেতরে কিছু দুঃখ, কিছু কিছু ব্যথা ধীরে ধীরে জন্ম নিচ্ছে । আপনার নামটি তো "নুপূর" তাইনা ?ওর তো ছন্দে ছন্দে নেচে নেচে বেজে যাবার কথা । তা যে বেজে উঠছেনা বোঝা গেল আপনার লেখাতে । একটা কথা বলি- পৃথিবীটা খুউব সুন্দর । এখানে সুন্দর ভাবে বাঁচুন, নিজের মতো করে বাঁচুন ।

সবকিছু পিছে পরে থাক্‌, নিজের ভেতর আলাদা এক জগৎ গড়ে নিন যা একান্ত আপনারই । হতাশা , কষ্ট, অপ্রাপ্তি এতো আমাদেরই অর্জন । একে বরন করার সাহসটুকু রাখুন । প্রতিটি মানুষের ভেতরে যে কী অপার সৌন্দর্যের সম্ভাবনা থাকে, একথা কি আপনি জানেন ? মন্দটুকু বাদ দিলে আপনার হিরন্ময় করতলে ফুঁটে উঠতে দেখবেন মিষ্টি মধুর এক একটি কুসুম কোরক । প্রার্থনা করি, সেটি যেন সত্য হ'য়ে ওঠে আপনার অনাগত দিনগুলোতে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।