রুপালী ব্যাংক এ application call করছে।তিন দিন আগে ফরম কিনলেও আজ জমা দিতে যাওয়ার আগে ফরম fill up করতে গিয়েই হুলুস্থুল কান্ড, জীবনের এমন কোন ডাটা নাই যেটা ওখানে fill up করতে বলে নাই।জীবনে প্রথম বার দেখলাম কারো মোবাইল নম্বরও OMR form এ গোল্লা ভরাট করে দিতে হয়! দিলাম।মুল্যবান ২ঘন্টা সময় নষ্ট করা ছাড়া আর কোন লাভ হইছে কিনা এক আল্লাহ ছাড়া সেটা বুঝা এখন কার সাদ্ধি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।