আমাদের কথা খুঁজে নিন

   

এমনটা তো হওয়ার কথা ছিল না

জীবন যুদ্ধে জয় পরাজয়ের মাঝে দোদুল্যমান বেশ কিছুদিন ধরে জাগতিক কাজ কর্মের প্রতি ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে আমার। বিয়া করতে মন চায়, খাঁটি দুধ খাইতে মন চায়। এমনটা হওয়ার কথা ছিল না। এমনটা আসলেই হওয়ার কথা ছিল না যেমনটি ছিল না আচমকায় নদীতে ভাসমান দলটির ইসলাম হেফাজতের নামে ভোট কামানোর চেষ্টা করা। তারা জানে না যে রাস্তার মোড়ে বসা কাঠ মোল্লারা এখনো ভাবে এই ব্লগার ধরাটা একটা আই ওয়াশ।

তারা ভাবে আসল নাস্তিকরা এখনো বাইরে আর তাদের পিতা সাঈদী এখনো জেলে। সব সরকারের নাটক। ভোট আপনি এমনিতেও পাবেন বলে আমার মনে হয় না। তাই ভোটের ধান্দা না কইরা আসেন নিজের পিতার মুল্যবোধটারে সম্মান করেন। দেশের মানুষরে ধোকা দেন ভাল কথা কিন্তু নিজেরে আর কত দিন ধোকা দিবেন।

কথা ছিল না গোলাপি শাড়ির আচলের নিচে লুকিয়ে উগ্র মৌলবাদকে ব্যবহার করে নিজের ক্ষেতটায় হাল দিয়ে নেওয়ার। এই মৌলবাদ আপনার পাকা ধানে মই দিতে পারে মনে রাখবেন। এদের কাজ দালালি আর বিশ্বাসঘাতকতা করা। সুযোগ পেলে গোলাপি শাড়ি ছিড়ে খাওয়ার কথা এরা দুইবার ভাব্বে না। কি লাভ এই দেশের কথা ভেবে।

আমি জানি আমরা দেশকে ভালবাসি। চাবুকের গানের কয়েকটি লাইনের মতই আমাদের দেশপ্রেম। " দেশ মানে মা আর মা মানে মতৃভুমি। তাই আসুন যেখানে সেখানে চিনে বাদামের খোসা না ফেলি। ' "যার যার তার তার আব্দুস সাত্তার" লাইন দুইটা অনেক গভীর।

এত চিন্তা না করে আসুন খাটি দুধ খাই আর হলিডেতে ডিজে ক্লাবে যাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.