আমি একজন সাধারণ মানুষ
ভাই বেশী করে প্রাইভেট গাড়ি ভাঙ্গেন। কারন এ গুলি রাস্তায় জ্যাম ফালায়। দেখেন নাই ঈদের পরে রাস্তায় যতদিন প্রাইভেট গাড়ি নামে নাই ততদিন জ্যাম ছিল না। তবে দয়া করে পাবলিক গাড়ি ভাংবেন না, আমাদের টাকায় আমাদের চাড়ার জন্য এগুলি কেনা হয়। এগুলি দেশের সম্পদ। তবে কোন মন্ত্রি-মিনিষ্টারের গাড়ি পাইলে আনন্দের সহিত ভাংবেন । সালারা রাস্তায় নামলে আমাগো যাওয়া আসা বন্ধ করে দেয়, কত দিন ওদের জন্য অফিসে দেরি করে গিয়ে বসের গালি খাইছি। কত মানুষ ওদের জন্য রাস্তায় কষ্ট করে । প্রধানমন্ত্রী আসবে বলে ৩০ মি. আগে হতে রাস্তা বন্ধ। যেমন তার জন্যই জনগন ? কি এমন উপকার হচ্ছে তাদের দিযে কয়েক যুগ ধরে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।