বেখেয়ালী এমনটা যদি হত হতাম স্বাধীন নিজের মত হত সবই খুশি মত থাকবে না আর বাধা শত এমনটা যদি হত ইচ্ছে সবই পূরণ হত বিষণ্ণতার সব মূহুর্ত ঘোরের মাঝেই কেটে যেত ছাত্র যদি হয়েই গেলাম পরীক্ষাটা নাই বা হত লেকচার সব মজার হবে এমনটা যদিই হত এমনটা যদি হত ছিন্নমূল শিশু যত পেটভরে সব খাবার পেত শীতার্তদের কষ্ট যত উষ্ণতাতে দূর হত এমনটা যদি হত রাজাকরদের বিচার হত দেশদ্রোহী নিপাত যেত সাথে আরও দোসর যত মুক্তিযুদ্ধের ইতিহাসটা সেটাও যদি সঠিক হত বদলাক না সরকার শত যদি সেটা অটুট রত এমনটা যদি হত দূর্ণীতিটা বন্ধ হত দেশপ্রেমিক উপাধিটা সস্তায় বেচা বন্ধ হত এমনা যদি হত বাংলাদেশটা বদলে যেত উন্নতির জোয়ার হত থাকত না আর অভাব শত আশা আমার এত শত হচ্ছে না তার পূরণটাতো তবু কেন সদাই ভাবি এমনটা যদি হত.................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।