সম্প্রতি আঙুলের ভঙ্গিমা কাজে লাগিয়ে ছবি তোলার পদ্ধতি ও ক্যামেরা উদ্ভাবন করেছেন গবেষকেরা। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, ইনস্টিটিউট অব অ্যাডভান্সড মিডিয়া আর্টস অ্যান্ড সায়েন্সেসের গবেষকদের তৈরি নতুন এ ক্যামেরার নাম ‘ইউবি-ক্যামেরা’।
এর মাধ্যমে যেন পুরোনো ছবি তোলার ধরনটিকে আবারও নতুন করে পরিচয় করিয়ে দিতে যাচ্ছেন গবেষকেরা। কোনো দৃশ্য মনে ধরলে ক্যামেরায় ছবি তুলে সে দৃশ্য ধরে রাখতে চান অনেকেই। অনেকেই তাই ক্যামেরা না থাকলেও দৃশ্যটি কল্পনায় হাতের আঙুলের সাহায্যে ক্যামেরার মতো ভঙ্গি করে করেন।
ক্যামেরা না থাকায় হাতের আঙুলের ক্যামেরার সে দৃশ্যের ছবি কেবল কল্পনাতেই থেকে যায়। কী সুন্দর দৃশ্য! কিন্তু ছবি নিতে পারলাম না! বলে অনেকেই হয়তো আফসোসও করেন। জাপানের গবেষকেরা এ বিষয়টি নিয়ে এত দিন কাজ করছিলেন।
গবেষকেরা জানিয়েছেন, দুই হাতের আঙুল একত্র করলে যে প্রায় চতুর্ভুজ আকৃতি লাভ করে সে অঞ্চলটি ছবির ফ্রেমে আসবে। আঙুলের মধ্যে এ ক্যামেরা বসিয়ে সুবিধামতো দৃশ্য খুঁজে নিয়ে চাপ দিলেই ছবি উঠবে।
ইউবি ক্যামেরায় রয়েছে বিল্ট ইন রেঞ্জ সেন্সর, যা ফটোগ্রাফারের মুখ ও ক্যামেরার মধ্যে দূরত্ব জেনে নিয়ে সে তথ্য কাজে লাগিয়ে ছবি তোলে। রেঞ্জ সেন্সর ইনফ্রারেড প্রযুক্তি করে তৈরি করা হয়েছে। তবে পরে এ প্রযুক্তি পরিবর্তন করতে পারেন গবেষকেরা। ক্যামেরায় অবশ্য জুম করার সুযোগ নেই। পরে কম্পিউটারের সাহায্যে জুম করে নেওয়া যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।