তাকায় সবাই, কিন্তু দেখে খুব কম লোকই।
আঙুলের খেলা আমি শিখলাম 'ওই পাড়া' গিয়ে,
তোমার দেহের যত নীল, যতটা গরল,
একান্ত শৈশব বেচে তার সব কিনে নেবো,
নীলা তুমি একবার ধার দাও তোমার দুহাত।
নীলা, চলো জোসনাতে যাই।
একবার অন্ধকারে তোমাকে দু'চোখ ভরে দেখি।
নীলা তুমি ডাবের পানির মতো,
কিছুটা সবুজ।
অথচ শীতের দিনে, কুয়াশার মতো
তোমার নাকের পাশে ঘাম জমে, ছোট ছোট ভাতলোম
আমাকে সতৃষ্ণ করে।
নীলার চূর্ণঘাম গুণে গুণে দেখি,
তৃষ্ণা মেটাতে গিয়ে ঘামের লবণে
আঙুলের খেলা আমি ভুলে গেছি
আরো একবার।
২০ জুলাই, ২০০৬
কল্যানপুর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।