আমাদের কথা খুঁজে নিন

   

গুজবের সুতিকাগার যখন প্রাতিষ্ঠানিক। When Breeding of Rumours is Institutionalized.

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর। দাউদ হায়দার যখন লিখলো "কালো সূর্যের কালো জোৎসনার কালো বন্যায়" বংগবন্ধু শেখ মুজিবর রহমান তখন তাকে পত্রপাঠ ঝেঁটিয়ে সীমান্ত পার করে দিলেন। দাউদ হায়দার আমাদের নবী হজরত মুহাম্মাদ (সাঃ)কে কটাক্ষ করে ঐ কবিতা লিখেছিল। দারিদ্র সীমার নীচে বাংলাদেশের ৪০ শতাংশ মানুষ বসবাস করলেও আমদের মানুষেরা পৃথিবীর সুখীতম মানুষদের মধ্যে পড়ে। এর কারন আমাদের অধিকাংশ মানুষই অতি অল্পে তুষ্ট।

তবে আমাদের সাধারন খেটে খাওয়া মানুষদের মধ্যে অল্প কয়েকটি ক্ষেত্রে সুপ্ত আগ্নেয়গিরি বাস করে। বংগবন্ধু সেটা জানতেন। যত দিনে আমার দেশের মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয় ততদিনে ধর্মদ্রোহিতার বিকৃতরূপ গ্রামে গঞ্জে পৌঁছে দিয়েছে সে এবং গ্রাম গঞ্জের মানুষের অন্তরে ব্লগারদের বিরুদ্ধে তীব্র ঘৃণা প্রোথিত করতে সে সফল হয়েছে। এই লোকটিকে এত দেরীতে কেন ধরা হল তা এখনও একটা বিষ্ময়! ______________ ঘন্টা দুয়েকের মধ্যে ২,৫০০ লাশ গায়েব করা শুধুমাত্র আলাদিনের চেরাগ থেকে বের হওয়া দৈত্যের পক্ষেই সম্ভব। লক্ষ লোকের প্রাণ সংহারী ঘূর্ণিঝড়ে ত্রাণ কাজে অংশ নেয়া যে কোন লোককে জিজ্ঞেস করতে পারেন।

কিন্তু মানুষ জন তাই বিশ্বাস করছে। বাঁশের কেল্লার মিথ্যাচার বলে উড়িয়ে দিচ্ছেনা। ৫ তারিখের অরাজকতা, রাবার-গোলাগুলি, শব্দ গ্রেনেড ছোঁড়াছুড়ি, অগ্নি সংযোগ কি পরিহার করা যেত? প্রশাসন কি হেফাজতের ঢাকা আসা ঠেকাতে পারতো? সরকার কেন হেফাজতকে ঢাকায় সমাবেশ করার অনুমতি দিল? কেউ বলতে পারে যে সরকার সরল বিশ্বাসে এই অনুমতি দিয়েছিল। যদি দিয়েই থাকে তাহলে গোয়েন্দা সংস্থা গুলো কি করছিল? হেফাজতিদের হীন চক্রান্ত তারা ধরতে পারলোনা কেন? হেফাজতিদের ফাঁদে ফেলে সাইজ করার জন্যেই ঢাকাতে তাদের সমাবেশ করতে দেয়া হয়েছিল সেই অভিযোগ খন্ডাতে সরকারের এগিয়ে আসা জরুরী। তাছাড়াও এই বিষয় গুলোর গ্রহনযোগ্য ব্যাখ্যা গুজব নির্মূলের জন্যে অত্যন্ত জরুরীঃ ১।

"অপারেশন হেফাজত খেদাও" সব আলো নিভিয়ে অন্ধকারে সম্পন্ন করা্র কেন প্রয়োজন ছিল? ২। সরকার ও যুদ্ধাপরাধীদের বিচারে যারা সোচ্চা্‌র, তাদের বিরূদ্ধে দেশের মানুষকে, যখন মিথ্যাচার ও হলুদ সাংবাদিকতার মাধ্যমে মৌলবাদী টেলিভিশন গুলো ক্রমাগত ক্ষেপিয়ে তুলছিল তাদেরকে তখন কেন নিয়ন্ত্রণ করা হয়নি? অনেক অভিযোগ করার পরও কোন ব্যাবস্থা নেয়া হয়নি? অপারেশন চালাবার সময় সেগুলোর সম্প্রচার বন্ধ করে দেয়া হল কেন? ৩। হেফাজতিদের বইয়ের দোকান, কেএফসি ও সংস্থাপন মন্ত্রনালয়ের পঞ্চাশটিরও এবশী পরিবহন যানবাহন পোড়ানোর কোন ছবি বা ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে না কেন (যেমন পাওয়া যাচ্ছে না গণহত্যার ছবি বা ফুটেজ)? অকল্পনীয়, অবিশ্বাস্য, জোরালো সব গুজব ছড়ানো হচ্ছে। আন্তর্জাতিক প্রচার মাধ্যম যুদ্ধাপরাধীদের বিচার শুরুর সময় থেকেই আমাদের প্রতি অত্যন্ত বিরূপ এবং তারা আমাদের বিরুদ্ধে অসত্য ও নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। এই সব গুজবগুলো তারা লুফে নিয়েছে এবং প্রচার করছে।

গতকাল সি এন এন একটি আই রিপোর্ট ছাপিয়েছে যেটা সত্য মিথ্যার মিশেল এবং আমাদের বিপক্ষে যাচ্ছে। বিদেশী সংবাদ মাধ্যমের এই প্রতিবেদন গুলো দেশে আলোচিত হচ্ছে এবং গুজবের বিশ্বাসযোগ্যতাকে বাড়িয়ে দিচ্ছে। আমাদের দেশে বিরাজমান অস্থিতিশীলতায় তা আগুনে ঘৃতাহুতি ছাড়া আর কিছুই নয়। _______________________ When Daud Haider wrote a poem degrading our prophet Muhammad (pubh) Bongobondhu Sheikh Mujibur Rahman promptly kicked him out of the country. With 40 percent people living below the poverty level, people of Bangladesh are one of the happiest in the world. Most of our people's needs are spartan though, there are a few dormant volcanoes inside them. Bongobondhu was aware of that. By the time Mahmudur Rahman of Amar Desh was arrested, the twisted information of blasphemy had taken a deep root inside the general mass dwelling in 64 thousand villages. People started pondering what could be the reason of arresting him so late. Anyone who took part in a relief operation following a natural disaster, which claimed hundreds of thousands of lives would vouch that within the time frame of the "Operation Hefajot khedao" disposing of 2,500 corpses was an impossible task, yet people are believing these rumors and not dismissing those as handiwork of Basher Kella, the propaganda Facebook page of Jamat-Shibir. Could the chaos, confusion , arson that created a havoc in Dhaka city be avoided? Could the administration stop Hefajoties from coming to the city? What could be the reason for the government to allow the rally? One may say that it was given on a good faith. If it was, then what the intelligence organizations had been doing? What is their job, scope of work? The rumour that these madrasa "inmates" were lured to Dhaka and was subdued intentionally needs to be addressed and also the answers to the following questions to be given ASAP: 1. Why the operation was carried out under the cover of darkness? 2. Why the two Islamist TV channels was closed down at that time (and not much before)? 3. Why the pictures and footage showing the Hefajoties torching book shops, KFC and other installations are not in circulation (there is no available footage or picture of genocide either)? Strong, unthinkable rumours are in the air. The renown International medias which are utterly hostile from the time we are trying to bring the war criminals to justice, are also very active nurturing these rumours. Yesterday, CNN has published an I Report, the report was ill motivated. The circulation of such reports in the country would pour fuel to fire that is engulfing our country very fast. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.