ভালো মন ছাড়া মানুষ আর স্বাদহীন ইলিশ মাছ একই কথা
কয়েকদিন আগের একটা ঘটনা। যাইতাছি মোবাইলে টাকা ভরতে। একটু আগে তুমুল বৃষ্টি হইছে। রাস্তার এক পাশ দিয়া ওয়াসার বিশাল পাইপ বসাইছে রাস্তা খুইরা। এখনো গর্ত ভরা হয় নাই।
তো বৃষ্টির পানিতে গর্ত পূর্ণ। হঠাত্ দেখি ২ বা আড়াই বছরের এক পিচ্চি রাস্তা পার হওয়ার জন্য ভো দৌড় দিল। অতপর যা হবার তাই হলো। ঐ পিচ্চি গর্তে ডুইবা গেলো। পিছনেই পিচ্চির ভাই থাকায় পিচ্চিরে টাইনা তোলা হল।
তো এই বিনুদন দেইখা রাস্তার আশেপাশের সবাই কিছুটা দুঃখ পাইলেও পরবর্তিতে সবার মুখে চওড়া হাসি ফুটল। বাঙ্গালি বইলা ঘটনাটা চারিদিকে দ্রুত ছড়াইয়া পড়ল। তো আমি টাকা ভইরা ফিরা আইতাছি। হঠাত্ শুনি এক পোলা তার মারে কইতাছিল, মা ঐ গর্তে না এক পিচ্চি ডুইবা গেছে। এমনভাবে কইতাছে যে মনে হয় পিচ্চি ডুইবা মইরা গেছে।
আমি বিস্মিত। আরেকটু সামনে যাইতেই শুনি আরেক পোলা তার বন্ধুরে কইতাছে, এক মাইয়া নাকি গর্তে পইরা আছে, গলা পর্যন্ত ডুইবা আছে, উঠতে পারি না। আমি বিশালভাবে টাশকিত হইলাম। পোলায় কয় কি! ঐ পিচ্চি মাইয়া হইলো কেমনে? আর উঠতে পারতো না কে? যাউগ্গা আরেকটু সামনে যাইতেই শুনি এক মহিলা আরেক মহিলারে কইতাছে, ঐ রাস্তায় যাইয়েন না কইলাম, একটা গর্ত নাকি মানুষগো টাইনা নিয়া যাইতাছে!
কিযে কমু! আমি আরও বিশালভাবে টাশকিত ও বিস্মিত। বাঙ্গালি বইলা আমরা গুজবের বড় ই কাঙাল।
আসল খবরের আগে গুজব ছড়াইয়া যায়।
আমরা হইলাম বাঙালি
গুজবের বড় কাঙালি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।