আগামীকাল ৩১ মার্চ রাত ৮টা ৩০ থেকে ৯টা ৩০ পর্যন্ত একঘন্টা বৈদ্যুতিক সুইচ বন্ধ রাখুন। ধরিত্রীকে বাঁচান। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিকার ঠেকাতে বিশ্বের সঙ্গে বাংলাদেশও পালন করতে যাচ্ছে ‘পৃথিবীর জন্য সময়’ বা ‘আর্থ আওয়ার’। আর তাই এক ঘণ্টা বিদ্যুত ব্যবহার থেকে বিরত থাকার জন্য দেশের সকলকে আহ্বান জানিয়েছে বিদ্যুত বিভাগ। বৃহস্পতিবার বিদ্যুত ভবনের বিজয় হলে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানান বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক ং। সাংবাদিক সম্মেলনে বলা হয়, এক ঘণ্টা বিদ্যুতের ব্যবহার বন্ধ রাখলে কার্বন নির্গম কিছুটা কমবে। পৃথিবীর প্রায় প্রতিটি দেশ এক সঙ্গে এ সময় আর্থ আওয়ার পালন করবে। বাংলাদেশে এই প্রথম এদিন পালন করা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।