আমাদের কথা খুঁজে নিন

   

মিনতি করে ধরিত্রী

চাই। সভ্যতার অভিশাপে ধরিত্রী কাঁপে নিজেই হুমকিতে আদমদের লাফ ঝাঁপে। মজলুম ধরিত্রি হয়তোবা সৃষ্টিকর্তার কাছে মিনতি করছে মহাপ্রভু, আমার অনেক কষ্ট আছে। দাও মোরে শক্তি সইতে সব অত্যাচার কিংবা আদেশ কর করতে ব্যাতিচার। যেনো ফুঁসে উঠে অগ্নিগীরী উগড়ে দিয়ে কিংবা সুনামি হয়ে রাক্ষসগুলো নিয়ে, সলীল সমাধি করি আথৈ তলে।

হরমুজে ভাসে একঝাক পঙ্গপালের ভেলা সাজছে নাকি খেলবে নতুন মারন খেলা। ইরাক আফগান বানিয়ে স্মশান থামেনিতো হয়নাই হয়রান। মহা প্রভু কৃপা করো মোরে একটু খানি নেমেছে মিশনে ওরা করবে জীবন হানি। মিনতি তার মহপ্রভুর কাছে বারংবার করবেই করবেই ব্যাতিচার। হয়তোবা জল গুলো সুনামির বেশে বাতাস আসবে সাইক্লোন কিংবা হ্যারিকেনে।

জ্বালা মুখ খুলে গিয়ে সিসা হয়ে কিংবা পাথর খন্ড হয়ে রুখে দেবে ভেলাটা সাঙ্গ করবেই খেলাটা। আমিও তাই যে চাই ভেলাটার খেলা সাঙ্গ করো একবার একবার ওদের টুটি টিপে ধরো। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।